অগ্নিসন্ত্রাসীদেরকে ধরতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অগ্নিসন্ত্রাসীরা যে যেখানে যেভাবেই থাকুক, যারা গাড়ি পোড়াবে, মানুষকে পুড়িয়ে মারবে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরতে হবে। আর এজন্য জনগণকেই এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ-সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দলটির প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডরীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য ডা. মুষফিক হোসেন, সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।
আওয়ামী লীগ সভাপতি বলেন, কুলাঙ্গার তারেক রহমান লন্ডনে বসে বসে নির্দেশ দিচ্ছে জালাও-পোড়াও করার জন্য। জীবনে আর রাজনীতি করবে না, সেই মুচলেকা দিয়ে সে পালিয়ে গেছে। সেখানে আরাম-আয়েশে জীবন যাপন করছে। জুয়া খেলে না কী কোটি কোটি টাকা আয় করে। জুয়া খেলাই না কী তার মূল আয়।
বিএনপির অবরোধ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াত অবরোধ ডেকেছিল। জনগণ তাদের সেই অবরোধ মানেনি, প্রত্যাখ্যান করেছিল। তারা নিজেরাই অবরুদ্ধে হয়ে পড়েছিল। এবার অবরোধে যারা বাসে আগুন দেবে, সঙ্গে সঙ্গে তাকে ধরে সেই হাত পুড়িয়ে দিতে হবে। সারা দেশে তাদেরকে প্রতিরোধ করতে হবে। খুঁজে খুজে পুলিশ হাতে ধরিয়ে দিতে হবে। প্রতিটি এলাকায় অগ্নিসন্ত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু তারা নির্বাচন বানচাল করতে পারবে না। তারা নির্বাচনে আসবে কী না জানি না, তবে যদি আসেও তখন বুঝতে হবে তারা নমিনেশন বাণিজ্য করার জন্যই নির্বাচনে আসবে। আর আওয়ামী লীগের কেউ যদি মনে করে বিএনপি নির্বাচনে আসবে না, সেজন্য একটা সিট না পেলেও কিছু যায় আসে না, আমি তাদেরকে বলব- এই কথাটা মাথা থেকে ঝেরে ফেলে দিতে হবে। এটাই সর্বনাশ করে দেবে। কাজেই সতর্ক থাকতে হবে।
শেখ হাসিনা আরো বলেন,বৈশ্বিক মন্দা সত্বেও আমাদের উৎপাদন কমেনি। কোনো পণ্যেরও অভাব নেই। তারপরেও এক শ্রেণীর ব্যবসায়ী আছে তারা পণ্য মজুদ করে, মাল বাজারে নিয়ে আসে না, গোডাউনে পচিয়ে ফেলে। জনগণের পকেট কাটে। আমি রাজনৈতিক নেতাদের বলব, এদেরকে খুঁজে বের করুন। এদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
More Stories
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...
বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে...
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
ছয় বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল হাস্যাজ্জ্বল খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশের আসনে...
শেখ হাসিনাকে ফেরানোর নির্দেশনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বললেন উপদেষ্টা মাহফুজ-আসিফ-নাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ...