ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের ‘শহীদ’ বলে উল্লেখ করে থাকে ফিলিস্তিনিরা। তাদের জানাজায় অংশগ্রহণ করা সাধারণ মানুষদের জন্য গভীর অর্থ বহন করে। তাই শহীদদের জানাজায় সবসময়ই মানুষের ঢল নামে।
কিন্তু গাজায় ৭ অক্টোবর ইসরায়েলি হামলার পর চিত্রটি বদলে গেছে। হামলার কারণে লাশের মিছিল যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি জানাজায় অংশ নেওয়া মানুষের সংখ্যাও কমে গেছে।
স্বাভাবিক পরিস্থিতিতে কোনো মুসলমানের মৃত্যুর পর তার লাশ গোসল করানো হয়। এরপর প্রিয়জনের লাশটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, যাতে বাড়ির নারীরা শেষ বিদায় জানাতে সক্ষম হন। তারপর মৃতদেহটিকে জানাজার জন্য মসজিদে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে লাশের খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
আবু আম্মার দেইর হচ্ছেন এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে মৃতদেহ গোসল তত্ত্বাবধায়ক। প্রায় চার সপ্তাহ আগে হামলা শুরু হওয়ার পর থেকে তিনি প্রতিদিন শত শত লাশ পাচ্ছেন।
আবু আম্মার জানান, এখন মৃতদেহ ধোয়ার পরপরই হাসপাতালের মাঠে জানাজা হয়, সেখানে শুধুমাত্র কয়েক জন লোক থাকে কিংবা যে কয়জন উপস্থিত থাকেন তাদের নিয়েই জানাজা পড়া হয়। একক কবর নয়, এখন তাদের গণকবরে দাফন করা হয়।
তিনি বলেন, ‘যুদ্ধের আগে প্রাপ্তবয়স্কদের মৃতদেহ তিনটি ভিন্ন কাফনে মোড়ানো হত। আমরা তাদের দুবার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতাম এবং তৃতীয়বারে কর্পূর ব্যবহার করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, আমাদের এটি করার সময় বা উপায় নেই। এখন অভাবের কারণে আমরা কাফন হিসাবে এক টুকরা কাপড় ব্যবহার করছি এবং তাদের মুখ থেকে রক্ত মুছে ফেলি।’
তিনি আরও জানান, শরীরের কাটাছেঁড়া অংশগুলো প্রথমে একটি প্লাস্টিকের আবরণে মোড়ানো হয় এবং তারপরে কাফন দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে দাগ না পড়ে।
শান্ত আচরণের ব্যক্তি আম্মার জানান, তিনি অনেক বিকৃত লাশ দেখেছেন।
তিনি বলেন, ‘আমি চেনা যায় না এমন পোড়া মৃতদেহ পেয়েছি, বিচ্ছিন্ন অঙ্গ, মাথার খুলি খালি ও ভাঙা, রাসায়নিক গন্ধযুক্ত মৃতদেহগুলো পেয়েছি। যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে সহিংস অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই আগ্রাসন সব সীমা অতিক্রম করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। বিশ্বকে এই বর্বর যুদ্ধ বন্ধ করতে হবে।’
More Stories
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর...