Read Time:4 Minute, 43 Second

সরকার পদত্যাগের এক দফার সমাধান ‘শান্তিপূর্ণ’ আন্দোলনেই আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় এক সেমিনারে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির উদ্যোগে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইন্দো-প্যাসেফিক কৌশল’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, আজ আমরা সবাই, দেশের সব রাজনৈতিক দল একত্রিত হয়েছি এবং একটা দফার মধ্যে এসেছি সরকার পদত্যাগের লক্ষে। আমরা একটা স্বচ্ছ, অবাধ নির্বাচন চাই বলে নির্বাচনকালীন সময় একটা নির্দলীয়-নিরপেক্ষ সরকার চাই।

তিনি বলেন, আমি মনে করি, আমরা আজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই দাবি অর্জন করতে পারবো। আমরা বিশ্বাস করি, যেটা সবসময় বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে যে, জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে সবসময় শান্তিপূর্ণ আন্দোলন জয়ী হয়েছে। আমরা এবারও বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

সরকারের দমননীতির চিত্র তুলে ধরে ফখরুল বলেন, আমরা যে সময় অতিক্রম করছি, এই সময়টা জাতির জন্য সবচেয়ে সংকটময় সময়। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের পক্ষে তার সারাজীবন দিয়েছেন, তিনিই আজ অত্যন্ত অসুস্থ অবস্থায় এই শাসকগোষ্ঠীর চরম প্রতিহিংসার কারণে বিনা চিকিৎসায় মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রায় ৭০০ তরুণ যুবক, এর মধ্যে তিনজন সংসদ সদস্য ছিলেন তাদের গুম করা হয়েছে। আমাদের প্রায় ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে। আমাদের অনেককে নির্বাচনের পূর্বে সাজা দিয়ে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেটা করা হচ্ছে। এর একমাত্র কারণ, বিরোধী দল যেন নির্বাচনে না আসতে পারে, নির্বাচনে যোগ দিতে না পারে।

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় সেমিনারে বিএনপির শাহজাহান ওমর, তাবিথ আউয়াল, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহেদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ফ্রান্স, কোরিয়া, অষ্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দেশবাসী কি আপনাদের আজীবন ক্ষমতায় রাখবে, আ. লীগের কাছে প্রশ্ন জিএম কাদেরের
Next post ২৮ অক্টোবর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের ডাক
Close