Read Time:1 Minute, 45 Second

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের চলমান যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে ইরানে সামরিক হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত। রবিবার (২২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

হিজবুল্লাহকে দিয়ে ইরান ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে দাবি করে নির বারকাত বলেন, ইরানের লক্ষ্য হলো ইসরায়েলের ওপর সব দিক থেকে হামলা চালানো। যদি আমরা বুঝতে পারি তারা (হিজবুল্লাহ) ইসরায়েলে হামলা চালাতে চায়, আমরা সাপের মাথা কেটে ফেলব এবং ইরানে হামলা চালাব।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ যেন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে কাজ করছে আরব দেশগুলোর নেতারাও। তবে পশ্চিমাদের হুঁশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পরও হামাস-ইসরায়েলের যুদ্ধে ইতোমধ্যে ‘কিছুটা’ হলেও জড়িয়ে গেছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পশ্চিমা শক্তি বাংলাদেশে পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী
Next post ‘সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে নয়’
Close