Read Time:3 Minute, 9 Second

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলতে বিভিন্ন আইন-কানুন দেখাচ্ছে সরকার। কারণ, তারা আমাদের নেত্রীকে ভয় পায়।

সোমবার (২ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে কৃষক দলের সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

এর আগে দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট ও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানান স্লোগান সমাবেশস্থলে জড়ো হন তারা। বিএনপি মহাসচিব যখন মঞ্চে আসেন তখন বিজয়নগর মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ছড়িয়ে যায় সমাবেশ।

সমাবেশ চলাকালে নেতাকমীরা ‘মুক্তি, মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’ এমন স্লোগান দিতে থাকেন।

সমাবেশের জন্য নয়াপল্টন এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে।

খালেদা জিয়াকে কোনো সুযোগ দেয়া হচ্ছে না উল্লেখ করে ফখরুল বলেন, মিথ্যা প্রতারণা করে জনগণকে ভুল বুঝিয়ে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তাকে বিনা চিকিৎসায় সরকার হত্যা করতে চায়। তারা যে কথাগুলো বলছেন, সেটার উদ্দেশ্য একটাই তারা আসলে কাপুরুষ-ভীতু। তারা জানে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, আবার জনগণের মধ্যে ফিরে আসেন, তার ডাকে কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তখন তাদের ধ্বংস হয়ে যাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এবার চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক
Next post গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের
Close