Read Time:2 Minute, 17 Second

‘লিভার সিরোসিস’সহ বেশকিছু শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) সেটআপে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে- খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- দলীয় প্রধানের শারীরিক অবস্থা আগের মতোই আছে। চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

জানতে চাইলে বিএনপির মিডিয়া উয়িংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, বিকেল ৫টায় ম্যাডামের (খালেদা জিয়ার) মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন চেয়ারপারসন মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার জন্য সাবইকে দোয়া করতে বলেছেন ড. জাহিদ’।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। গত কয়েকদিন যেমন ছিলেন তেমনই আছেন। মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’

তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় যখন ম্যাডামকে দেখতে গেলাম; তার অবস্থা এতোটাই খারাপ দেখলাম যে- আমি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তার কথা বলতে কষ্ট হচ্ছিলো। কখনো ভাবিনি তাকে এমন সংকাটাপন্ন অবস্থায় দেখতে হবে। হাসপাতাল থেকে ফিরে আসার পর মনটা ভীষণ অস্থির হয়ে আছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আমেরিকার নিষেধাজ্ঞা কেউ শোনে না, গ্যাবন-সুদানও না: কাদের
Next post বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
Close