আগামী নির্বাচনে ফের ক্ষমতায় আসব কিনা, সেই সিদ্ধান্ত জনগণের- এমন কথা জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে এই অধিবেশন শেষ। অক্টোবরে চলতি পার্লামেন্টের শেষ অধিবেশন হবে। ইনশাল্লাহ, অক্টোবর মাসে আরেকটা সেশন বসবে। সেটাই হবে আমাদের এই সময়ের শেষ অধিবেশন। এরপরে নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ আমাদেরকে আবার ভোট দেয়। আবার এদিকে (সরকারি দলের আসনে) আসবো। না দিলে ওই দিকে (বিরোধী দলের আসনে) বসব। কোন অসুবিধা নাই। জনগণের উপরেই আমরা সেটা ছেড়ে দিচ্ছি। জনগণ যেটা করবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কোন চক্রান্তের কাছে বাংলাদেশ মাথা নত করবে না এমন দৃঢ়তার কথা উল্লেখ করে সংসদ নেতা বলেন, কোন চক্রান্তের কাছে এই বাংলাদেশের জনগণ আর মাথা নত করবে না। করে নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘কেউ দাবায় রাখতে পারবা না’। এই বাঙালিকে আর কেউ দাবায় রাখতে পারবে না। আজকে বিশ্বব্যাপী এই বাংলাদেশ যে মর্যাদা পেয়েছে। সেই মর্যাদা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। সারাবিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, তখনও যখন আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে। কোন অবস্থাতেই যেন কেউ জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। গণতান্ত্রিক ধারাটা যেন ব্যাহত করতে না পারে। তার জন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
More Stories
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...
বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে...
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
ছয় বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল হাস্যাজ্জ্বল খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশের আসনে...
শেখ হাসিনাকে ফেরানোর নির্দেশনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বললেন উপদেষ্টা মাহফুজ-আসিফ-নাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ...