লিটল বাংলাদেশ কমিউনিটি আয়োজনে গত ১৯ আগষ্ট ২০২৩ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য (নোয়াখালী-৫, ১৯৭০-১৯৭৩) বঙ্গবন্ধুর স্নেহাস্পদ সৈনিক লস এঞ্জেলেসের বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল চৌধুরীর পিতা মরহুম ‘আবু নাছের চৌধুরীর’ ১২তম মৃত্যু বার্ষিকীতে সাইন্টলোজী মিলনায়তনে এক স্মৃতিচারন অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের মাধমে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে মরহুম আবু নাছেরের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলী ও তাঁকে স্মৃতিচারন করে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
লস এঞ্জেলেসের ভয়েস লিটল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা’র পরিচালনা ও উপস্থাপনায় অত্যন্ত ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে স্মৃতিচারন করা হয়।পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা জাহেদুল মাহমুদ জামি, বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব এবং কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব বর্গের মধ্যে জনাব শফিকুর রহমান, ডাক্তার রবি আলম, জয়নুল আবেদিন, সামসুদ্দিন মানিক, সোহেল রহমান বাদল, সামসুল ইসলাম, টি জাহান কাজল, শফি আহমেদ, মোফাজজল হোসেন মফু, শেখ রাজা, জহির আহমেদ পান্না, প্রমুখ। মমিনুল হক বাচ্চু বিশেষ কারণ বশত: আসতে না পারায় তার প্রেরিত বক্তব্য পাঠ করা হয়। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুযোগ্য সন্তান নাজমুল চৌধুরী।
উল্লেখ্য যে, মরহুম আবু নাসের চৌধুরী ১৯৭২ সনে প্রথম বঙ্গবন্ধুর নামে কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেছেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব নাজমুল চৌধুরী।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...