Read Time:2 Minute, 39 Second

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করেছেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. মুহাম্মদ আলী বাহজাদ।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম আজ বুধবার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ প্রশংসা করেন ড. মুহাম্মদ আলী বাহজাদ।

বৈঠকে রাষ্ট্রদূত তার সময়ে সহযোগিতা প্রদানের জন্য বাহরাইন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসঙ্গে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারসহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও ভিসা সহজীকরণের বিষয়ে কথা বলেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত বাহরাইন সরকারের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্য তুলে ধরেন। দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন রাষ্ট্রদূত। বিশেষ করে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য অনুরোধ করেন তিনি।

আন্ডার সেক্রেটারি ড. বাহজাদ জানান, রাষ্ট্রদূতের অনুরোধে ইতোমধ্যে দূতাবাস থেকে পাঠানো করোনার সময় আটকে পড়া বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা আবেদনকারীর তালিকা নিয়ে কাজ শুরু করেছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করেন তিনি।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন বাহরাইনের আন্ডার সেক্রেটারি।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুবলীগ নেতার গুলি করার ছবি ভাইরাল
Next post কান্নায় ভেঙ্গে পড়লেন মির্জা ফখরুল
Close