Read Time:3 Minute, 10 Second

যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত বছর দেশটিতে ৪৯ হাজার ৪৪৯ জন আত্মহত্যা করেছে যা আগে বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র (সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটির বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাস্থ্য ও মানবিক সেবা বিষয়ক মন্ত্রী জ্যাভিয়ের বেকেরা বলেছেন,যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের ৯ জনই বিশ্বাস করেন মার্কিনিরা মানসিক সমস্যা আছে।

অনেকে মনে করেন সাহায্য চাইতে গেলে নিজেকে দুর্বল বলে প্রমাণ করা হবে। এজন্য মানসিক সমস্যা আরও প্রকট হয়েছে। এই সমস্যা ও আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি ২৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে। যা আগের বছরের চেয়ে দশমিক ৭ শতাংশ বেশি।

মার্কিন সার্জন জেনারেল বিবেক মুর্তি বলেন, মানসিক স্বাস্থ্য এখন খুবই ‍গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এর বিরুদ্ধে সবাই যেন একা একা লড়ছে।

আমেরিকান ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায়, আত্মহত্যা বাড়ার আরেকটি বড় কারণ হচ্ছে অস্ত্রের সহজলভ্যতা।

সিডিসির প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বন্দুক, মোট সংখ্যার যা ৫৫ শতাংশ। এরপর ফাঁস নেওয়া (২৬ শতাংশ), বিষপান (১২ শতাংশ)। ২০২২ গড়ে প্রতিদিন বন্দুক দিয়ে ৭৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, কৃষ্ণাঙ্গ কিশোরদের মধ্যে বন্দুক দিয়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। গত দুই দশকে এই হার তিনগুণ পরিমান বেড়েছে। যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের মৃত্যুর প্রধান কারণই বন্দুক হামলা। গত দশকে এই হার বেড়েছে দ্বিগুণ।

তবে ১০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শুধুমাত্র আত্মহত্যার প্রবণতা কমেছে। আগের বছরের তুলনায় এবার এই বয়সীদের মাঝে আত্মহত্যার হার ৮ শতাংশ কম। সিডিসি জানায়, তরুণদের মধ্যে বিভিন্ন ক্যম্পেইন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করায় এই হার কমে আসতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হার্ট অ্যাটাক হয়েছে সাঈদীর, লাগতে পারে রিং : চিকিৎসক
Next post সন্ত্রাস নির্মূলে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
Close