Read Time:2 Minute, 53 Second

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউয়ের নেতৃত্ব একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। রোববার বিকেল পৌনে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে বৈঠক হয়।

আলোচনার বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে কথা বলেছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

দুদক সচিব বলেন, ‘আজকে এখানে সৌজন্য সাক্ষাৎ হলো, কমিশন সম্পর্কে ধারণা নিলেন। আজকের সাক্ষাতে জনগণের বার্তা দেওয়ার মতো কোনো বিষয় নেই। ওনারা আসছেন, আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, তারা ধারণা নিয়েছেন, দুর্নীতি কমিশন আইন এবং বিধি-বিধান এবং ওভারওল কার্যক্রম সম্পর্কে। গ্লোবাল ইস্যু এখন একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, পারস্পারিক সহযোগিতা কীভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা কোনো তথ্য বা পরামর্শ দেননি জানিয়ে মাহবুব হোসেন বলেন, ‘তারা এখানে কোনো তথ্য দেন নাই, কোনো পরামর্শও দেন নাই, শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করেও আসেন নাই। ওনার সঙ্গে আলাপ হয়েছে, উনি কিন্তু ভারতে জি-২০ সম্মেলনে যাবেন। এটা একটা ইন্টারন্যাশনাল কার্যক্রমের অংশ হিসেবে ধারণা নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সঙ্গে ওনার আগমনের কোনো সম্পৃক্ততা নেই এবং এ যাবতীয় কথা আলোচনাও হয়নি। ওনার দায়িত্ব হলো ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রধান সমন্বয়কারীর অ্যান্টি করাপশন রিলেটেড বিষয় একরোস গ্লোব, তারই অংশ হিসেবে দুর্নীতি কমিশন। বাংলাদেশে উনি প্রথম এসছেন এবং প্রথম আসার পরে কীভাবে আমরা কাজ করি, আইন কী আছে, বিধি কী আছে—সে বিষয়ে জানলেন। টাকা পাচার রোধে এ বিষয়ে কো-অপরেশন আরও কীভাবে করা যেতে পারে, সে বিষয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তৃণমূল নেতাদের বললেন প্রধানমন্ত্রী : বিজয়ের পতাকা নিয়ে গণভবনে আসবেন
Next post সৌদিতে থাকা অবৈধ শ্রমিকদের দেশে ফেরানোর উদ্যোগ
Close