‘মূকভাষায় বাংলার সংস্কৃতি’ এ প্রতিপাদ্যে যশোরে খুলনা বিভাগীয় মূকাভিনয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে যশোরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্ব শেষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মিউট মঞ্চস্থ করে ‘ফিসফাস’, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট মঞ্চস্থ করে ‘নদী-মাছ এবং একজন হরিশংকর’ ও ‘বুলেট’, যশোরের শব্দ থিয়েটার মঞ্চস্থ করে ‘গাছ ও প্রকৃতি’ ও প্রত্যয় থিয়েটার মঞ্চস্থ করে ‘ন্যাচার’।
যশোরে প্রথমবারের মতো এ উৎসবে মূকাভিনয় উপস্থিত দর্শকদের বিমোহিত করে।
জেলা পর্যায়ে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন বলেন, ‘বাংলাদেশের মূকাভিনয় বাংলার হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতায় বিশ্বে নব সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। গ্রামবাংলার ঋদ্ধ সংস্কৃতিই মূকাভিনয়ের উপাদান এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি শিল্পের রয়েছে নিজস্ব ভাষা। আমরা যখন কোনো শিল্পের ভাষা অন্তঃকরণ করতে পারি, তখনই শুধু সেই শিল্পের পরিপূর্ণ আস্বাদ লাভ করতে পারি। মূকাভিনয়ের ভাষা হচ্ছে সর্বজনীন ও শাশ্বত।’
উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাট্যজন সানোয়ার আলম খান দুলু।
সুদূর লস এঞ্জেলেস থেকে ভার্চুয়ালি এ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদা।
তিনি বলেন, ‘মূকাভিনয় শিল্প মাধ্যম কল্পনা শক্তির বিকাশ ঘটায়। নতুন প্রজন্মের মাঝে এই শিল্প মাধ্যমকে পরিচিত করাতে পারলে জাতি সমৃদ্ধ হবে।’
তিনি সরকারের কাছে শিল্পকলা একাডেমীতে মূকাভিনয় শিল্পের বিভাগ খোলার দাবি জানান।
উদ্বোধনী পর্বে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যয় থিয়েটার যশোরের পরিচালক শিপন চৌধুরীকে সম্মাননা জানানো হয়।
More Stories
বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
বৌদ্ধ সন্ন্যাসীর ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে কারাগারে ঠাঁই হলো অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তির। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের...
সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল
‘লিভার সিরোসিস’সহ বেশকিছু শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) সেটআপে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন...
আমেরিকার নিষেধাজ্ঞা কেউ শোনে না, গ্যাবন-সুদানও না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা কেউ শোনে না। ভেনেজুয়েলা, গ্যাবন, সুদান...
মার্কিন ডলারের বিপরীতে আবারও কমলো বাংলাদেশের টাকার মান
মার্কিন ডলারের বিনিময়ে আরও কমেছে টাকার মান। রোববার (২৪ সেপ্টেম্বর) রিজার্ভ থেকে রেমিট্যান্স, রপ্তানি ও আমদানি ব্যয় নিষ্পত্তিতে ডলারের দাম...
ভিসা নীতির আওতায় পড়ছেন কারা স্পষ্ট করলেন পিটার হাস
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক...
বিদায়ী প্রধান বিচারপতি : মার্কিন ভিসা নীতিতে আমরা বিচলিত নই
বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, কারো অনুকম্পায় নয়। স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল,...