Read Time:1 Minute, 45 Second

সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব আজ সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা পরিবেশন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুলি, পাটিসাপটা, তেলের পিঠা, দুধ চিতই, ঝাল চিতই সাথে ভর্তা, ভাপা পিঠা, গুড়ের সন্দেশ, মুগ পাকন ও ফুলঝুরি পিঠা ইত্যাদি।

এরপর নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকা থেকে আগত জামালপুর-শেরপুরবাসীদের সাথে নুতন কমিটির পরিচয় পর্ব, স্মৃতিচারণ, মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সর্বশেষ মধ্যাহ্ন ভোজ এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় সদস্যরা অংশ নেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম আগামী ২ বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটিকে মঞ্চে পরিচয় করিয়ে দেন। অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্য ও তাদের পরিবার বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে পিঠা উৎসবকে সাফল্যমণ্ডিত করায় তাদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজেদুল আলী লুলু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রোমে শেখ হাসিনাকে ‘ঐতিহাসিক গণসংবর্ধনা’ দিতে চায় আ. লীগ
Next post সৌদি নাগরিকদের আমন্ত্রণে ভিজিট ভিসায় ওমরাহ পালনের সুযোগ
Close