Read Time:1 Minute, 59 Second

সৌদি আরবের নাগরিকরা বিদেশে থাকা তাদের মুসলিম বন্ধুদের ‘ব্যক্তিগত ভিজিট ভিসায়’ পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গেল বৃহস্পতিবার (২০ জুলাই) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ব্যক্তিগত ভিজিট ভিসা অনলাইনে আবেদন করেও পাওয়া যাবে, যা সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি হতে পারে।

এই ভিসায় সৌদি আরবে গিয়ে বিদেশিরা ওমরাহ পালনের পাশাপাশি মসজিদে নববী পরিদর্শনসহ দেশটির বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

ব্যক্তিগত ভিজিট ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।

একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা ৯০ দিনের জন্য বৈধ, আর মাল্টিপল এন্ট্রি ভিসা বৈধ এক বছরের জন্য। মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলে একজন পর্যটক প্রতিবার ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

এদিকে, হজ মৌসুম শেষে আরবি বছরের প্রথম থেকেই শুরু হয়েছে ওমরাহ মৌসুম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এ বিষয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব
Next post চীনে রাষ্ট্রীয় সফরে গেছেন ১৪ দলের বাম শরিকরা
Close