Read Time:2 Minute, 17 Second

যুক্তরাষ্ট্রে চট্টগ্রামের যুবককে গুলি করে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে দুর্বৃত্তের গুলিতে রমিম উদ্দিন আহমেদ (২২) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে।

নিহত রমিম উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকার মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত রমিম উদ্দিনের বড় ভাই রিয়াজ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

রমিম উদ্দিনের পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালে খালার সঙ্গে যুক্তরাষ্ট্রে যায় রমিম। সে স্থানীয় একটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের একটি গ্যাস স্টেশনে কাজ করতো। মঙ্গলবার সকালে নিজের গাড়ি নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে স্থানীয় একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা টাকা ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিলো বলে জানায় নিহতের ভাই রিয়াজ উদ্দিন।

এই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মরদেহ এখনো যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্বজনরা বুঝে পায়নি বলে জানান রিয়াজ।

নিহতের পারিবারের সদস্যরা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হলে দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট
Next post মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট বিতরণে বিশেষ উদ্যোগ
Close