আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই। বুধবার রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে কোানো আপোষ নয়, কোনো ডায়লগ নয়, কোনো আলোচনা নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করেন; যেই নেত্রীর সততা, উল্পুয়ন ও পরিশ্রমকে পছন্দ করেন এবং যেই নেত্রী সারারাত জেগে জেগে মানুষের কষ্ট দূর করার কথা চিন্তা করেন- সেই নেত্রীকে আমরা হারাতে চাই না। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। আমরা কাউকে বাধা দেব না, কাউকে আক্রমণও করব না।’
নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও এক দফা আন্দোলনের ঘোষণার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল। আজকেও তারা কাঁথা-বালিশ নিয়ে এসে অনেক চেস্টা করেছে। তাদের ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে। আজকে তারা আরেকটা স্বপ্ন দেখছে- শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিএনপির এই একদফার স্বপ্ন নয়াপল্টনের বিস্তৃত কাঁদাপানিতে আটকে গেছে।’
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে। শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার অপরাধ, তিনি ২০৪১ সালে স্ট্মার্ট বাংলাদেশ গড়বেন।’
বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশি বন্ধু যারা ঢাকায় এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনাদের লক্ষ্য- অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের লক্ষ্যও সেটাই। তবে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিতে আসবে- তাদের আমরা প্রতিহত করব।’
সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ভোটচুরি, দুর্নীতি-লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। নির্বাচনে যখন বাধা দিতে আসবে আমরা রুখে দাঁড়াব। আওয়ামী লীগ যখন খেলতে নামবে, তখন তার সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না।’
More Stories
বাইডেনকে ওবায়দুল কাদের: আগে ট্রাম্পকে সামলান, তারপর ভিসা-টিসা
ভিসানীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ট্রাম্পকে আগে সামলান,...
গণমাধ্যমের স্বাধীনতাকে সীমিত করে এমন সিদ্ধান্ত নেবে না আমেরিকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘গণতান্ত্রিক নির্বাচনে বাধা হলে ভবিষ্যতে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদেরও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে’— মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত...
স্যাংশনস নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেঁড়া যাবে না: লিটন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি-জামায়াতের উদ্দেশে বলছি, নির্বাচনে আসবেন...
বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
বৌদ্ধ সন্ন্যাসীর ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে কারাগারে ঠাঁই হলো অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তির। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের...
সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল
‘লিভার সিরোসিস’সহ বেশকিছু শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) সেটআপে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন...