আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই। বুধবার রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে কোানো আপোষ নয়, কোনো ডায়লগ নয়, কোনো আলোচনা নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করেন; যেই নেত্রীর সততা, উল্পুয়ন ও পরিশ্রমকে পছন্দ করেন এবং যেই নেত্রী সারারাত জেগে জেগে মানুষের কষ্ট দূর করার কথা চিন্তা করেন- সেই নেত্রীকে আমরা হারাতে চাই না। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। আমরা কাউকে বাধা দেব না, কাউকে আক্রমণও করব না।’
নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও এক দফা আন্দোলনের ঘোষণার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল। আজকেও তারা কাঁথা-বালিশ নিয়ে এসে অনেক চেস্টা করেছে। তাদের ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে। আজকে তারা আরেকটা স্বপ্ন দেখছে- শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিএনপির এই একদফার স্বপ্ন নয়াপল্টনের বিস্তৃত কাঁদাপানিতে আটকে গেছে।’
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে। শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার অপরাধ, তিনি ২০৪১ সালে স্ট্মার্ট বাংলাদেশ গড়বেন।’
বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশি বন্ধু যারা ঢাকায় এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনাদের লক্ষ্য- অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের লক্ষ্যও সেটাই। তবে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিতে আসবে- তাদের আমরা প্রতিহত করব।’
সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ভোটচুরি, দুর্নীতি-লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। নির্বাচনে যখন বাধা দিতে আসবে আমরা রুখে দাঁড়াব। আওয়ামী লীগ যখন খেলতে নামবে, তখন তার সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না।’
More Stories
ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির তুমুল বাকবিতণ্ডা, যা বললেন হাসনাত
সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নিলে সেখানে ছাত্রসংগঠনের নেতা হয়েও ‘ছাত্রত্ব কেন...
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও দেওয়ার...
নতুন করে আঁকা হলো শেখ হাসিনার গ্রাফিতি, ‘ঘৃণা প্রদর্শনের’ ডাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য–সংলগ্ন মেট্রোরেলের পিলারে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। গতকাল রবিবার মধ্যরাতে এই গ্রাফিতি...
মুখোমুখি বিএনপি-জামায়াত: কারা ভারত সফর করে সখ্য গড়ার চেষ্টা করেছে জনগণ খুব ভালো জানে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’ বলে যে বক্তব্য দিয়েছেন তার...
শেখ হাসিনার গ্রাফিতি ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার গ্রাফিতিকে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার...
পররাষ্ট্রনীতি নিয়ে কী ভাবছে সরকার, জানালেন মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে গুরুত্ব দিচ্ছে সরকার। সরকার চায়, বন্ধু রাষ্ট্রগুলোর...