Read Time:2 Minute, 0 Second

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ কথা বলেছেন। মঙ্গলবার (১১ জুলাই) নয়াদিল্লি থেকে ঢাকায় আসার আগে হিন্দুস্তান টাইমসকে তিনি সাক্ষাৎকার দেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক প্রসঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, আরো সমৃদ্ধ, নিরাপদ, সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ভাবনাকে সহযোগিতা করতে এবং কোয়াডের মতো নতুন জোটের ক্ষেত্রে ভারতীয় বন্ধুদের সঙ্গে আমাদের কাছাকাছি অবস্থান আছে।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়ে বিস্তারিত বলতে চাননি উজরা জেয়া। তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক আলোচনার বিষয়ে বিশদভাবে বলা আমার ঠিক হবে না। তবে নিশ্চিতভবে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং আমাদের পারস্পরিক মনোভাবের বিষয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, ‘আমি মনে করি. একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের প্রত্যাশা আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মঙ্গলবার ঢাকায় আসছে ডোনাল্ড লুসহ মার্কিন প্রতিনিধিদল
Next post রুপিতে লেনদেনের যুগে প্রবেশ করল ঢাকা-দিল্লি
Close