Read Time:2 Minute, 14 Second

ইংল্যান্ডের হাউস অব লর্ডসে ডিপ্লোমেটস ম্যাগাজিনের উদ্যোগে ‘জাতি গঠন: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে চ্যালেঞ্জ ও অর্জন’ প্রতিপাদ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে আলোচনা করেন।

হাউস অব লর্ডসে বাঙালি কমিউনিটির একমাত্র সদস্য ব্যারনেস উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আশফাক এ খান, ডা. বিশ্বজিৎ রায়, এ.এইচ নুরুজ্জামান, ডা. সাহিদী বিলান, সিএলআর. শাম ইসলাম, প্রকৌশলী মো. জ্যোৎস্না ইসলাম, স্নিগ্ধা কুন্ডু মিষ্টি, অলোক সাহা, নাজিনুর রহিম ও শাহাগীর বখত ফারুক।

ব্যারনেস উদ্দিন বলেন, বাংলাদেশ অগ্রযাত্রার সঠিক পথে আছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ থেকে আসা ডিপ্লোমেটস ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রায় বন্ধুপ্রতিম প্রতিটি রাষ্ট্রেরই সহযোগিতা রয়েছে।

ডিপ্লোমেটস ঢাকা ও লন্ডন থেকে একযোগে প্রকাশিত একমাত্র ম্যাগাজিন। এর প্রকাশনা অনুষ্ঠান ঐতিহ্যবাহী হাউস অব লর্ডসে অনুষ্ঠিত হয়। ম্যাগাজিনটি এখন থেকে নিয়মিত লন্ডন থেকে প্রকাশিত হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ক সেমিনার, প্রথম জেনোসাইড কর্নার ও অন্যান্য বিষয়ে সবাই ডিপ্লোমেটসের কার্যক্রমের প্রশংসা করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ১২ জুলাই সরকার পতনের কর্মসূচি আসবে: ফখরুল
Next post বাংলাদেশে ব্যক্তিগত তথ্য ফাঁস: বাড়তে পারে যেসব ঝুঁকি
Close