Read Time:3 Minute, 19 Second

দ্বাদশ নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দল আজ শনিবার আসছে ঢাকায়। ইতিমধ্যে এ প্রতিনিধি দলের দু’জন রাজধানীতে এসে পৌছেছে বলে জানা গেছে। বাকি ৪জন রাতেই এসে পড়বেন। মূলত নির্বাচন কমিশন-ইসির আমন্ত্রণে এ প্রতিনিধি দলটি ঢাকায় আসছেন। দলটি আগামী ১০ দিন বাংলাদেশের আগামী দ্বাদশ নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি ও দিক পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে আগামী ১১ জুলাই সকাল ১১টায় রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ইসি সূত্রে জানা গেছে।

শনিবার (৮ জুলাই) ভোরের কাগজকে এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। এসময় তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন।

এ অতিরিক্ত সচিব আরও বলেন, এই প্রতিনিধি দলটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক। আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্ট হলে পরবর্তীতে ভোট পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাবে। সে জন্য তারা প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে আসছেন। পরিস্থিতি দেখে তারা আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সুপারিশ করবেন। এই সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলটি ১০ দিনের সফরে ঢাকায় আসছেন। ৯ জুলাই থেকে ১৯ জুলাই তারা থাকবেন ও দ্বাদশ নির্বাচনী বিভিন্ন পর্যবেক্ষণ করবেন।

এই প্রতিনিধি দলের ছয়জন পার্লামেন্ট সদস্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে একটি চিঠিও দিয়েছেন। এ সব কারণে ই্ইউ প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের আসন্ন সফরটি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ফোবানা (এহসান-নাহিদ) ইয়োথ কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন দুলাল শ্রীঘরে
Next post সরকার দেশকে রোল মডেল নয়, গোল মডেল বানিয়েছে : মির্জা ফখরুল
Close