কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ পাঁচ বছর দোহায় বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন শেষে দেশে গমন উপলক্ষ্যে এ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার।
স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) রাতে কাতারের রাজধানী দোহায় রেডিসন ব্লু’র জিওয়ান বলরুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ বিন নাজমুল হোসেন।
বাংলাদেশ কমিউনিটি কাতারের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন নাসেরের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সফরত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রুস্তম আলী ফরাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, উপদেষ্টা এস এম ফরিদুল হক, উপদেষ্টা তাজুল ইসলাম, উপদেষ্টা শফিকুল কাদের, উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারী, সহ সভাপতি কপিল উদ্দিন, সহ সভাপতি শাহাজাহান সাজু, সহ সভাপতি ইসমাইল মিয়া, সহ সভাপতি জালাল আহমেদ সিআইপি, সহ সভাপতি জসীম উদ্দিন দুলাল, কো অর্ডিনেটর নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবুল কাসেম, কাজী হাসান বিল্লাহ, আব্দুল মালেক, ফয়েজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কাজী আশরাফ হোসাইন।
অনুষ্ঠানে কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম কর্মীসহ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান পাঁচ বছর ধরে দোহায় বাংলাদেশ দূতাবাসে কাউন্সিল, মিনিস্টার শ্রম, চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে রয়েছেন। তিনি দোহায় বাংলাদেশ দূতাবাসের দীর্ঘদিনের দায়িত্ব শেষ করে চলতি মাসের ১৬ তারিখ দেশে ফিরবেন।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...