পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বুধবার সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিসবনের মার্তিমুনিজ পার্কে সর্ববৃহৎ ঈদ জামাতটির পাশাপাশি আলামেদা পার্কে সকাল সাড়ে ৭টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহৎ জামাতটির ইমামতি করেন মুফতি আবু সাইদ। ঈদ জামাতে প্রায় ছয় হাজার লোকের উপস্থিতি লাখ করা যায়।
এদিকে পর্তুগালে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের জামাত ছিল ২৯ জুন (বৃহস্পতিবার)। কিন্তু বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে পালিত হয়েছে ঈদুল আজহা। এ নিয়ে বাংলাদেশি অভিবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
অপরদিকে সেন্ট্রাল মসজিদের উদ্যোগে বন্দরনগরী পর্তু, আলগার্ভ, সেতুবাল, সান্তারাই, ভিলা দি কন্ডে, অধিভিলাস, আমাদোরা ও দ্বীপ শহর পন্টা ডেলগাদাসহ ২২টি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
এ বিষয়ে পর্তুগালের অধিকাংশ বাংলাদেশিদের মতামত জানতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা বলেন, পার্শ্ববর্তী দেশ স্পেনসহ ইউরোপের সব দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে। শুধু এবারই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এর কিছুটা ব্যাতিক্রম পাওয়া গেল।
এদিকে ঈদ উপলক্ষে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিন দিন বাংলাদেশ দূতাবাস লিসবনের সব সেবা বন্ধ থাকবে। পর্তুগালে প্রতিবছরই বাংলাদেশি পরিবারের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বিশেষ দিনগুলোতে উৎসব ও উদযাপনের আমেজ। প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজদের অনেকেই।
More Stories
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...
কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতিকের বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-আল...
ফের লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, এখন থেকে ফের...