Read Time:2 Minute, 41 Second

পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বুধবার সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিসবনের মার্তিমুনিজ পার্কে সর্ববৃহৎ ঈদ জামাতটির পাশাপাশি আলামেদা পার্কে সকাল সাড়ে ৭টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহৎ জামাতটির ইমামতি করেন মুফতি আবু সাইদ। ঈদ জামাতে প্রায় ছয় হাজার লোকের উপস্থিতি লাখ করা যায়।

এদিকে পর্তুগালে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের জামাত ছিল ২৯ জুন (বৃহস্পতিবার)। কিন্তু বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে পালিত হয়েছে ঈদুল আজহা। এ নিয়ে বাংলাদেশি অভিবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

অপরদিকে সেন্ট্রাল মসজিদের উদ্যোগে বন্দরনগরী পর্তু, আলগার্ভ, সেতুবাল, সান্তারাই, ভিলা দি কন্ডে, অধিভিলাস, আমাদোরা ও দ্বীপ শহর পন্টা ডেলগাদাসহ ২২টি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।

এ বিষয়ে পর্তুগালের অধিকাংশ বাংলাদেশিদের মতামত জানতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা বলেন, পার্শ্ববর্তী দেশ স্পেনসহ ইউরোপের সব দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে। শুধু এবারই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এর কিছুটা ব্যাতিক্রম পাওয়া গেল।

এদিকে ঈদ উপলক্ষে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিন দিন বাংলাদেশ দূতাবাস লিসবনের সব সেবা বন্ধ থাকবে। পর্তুগালে প্রতিবছরই বাংলাদেশি পরিবারের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বিশেষ দিনগুলোতে উৎসব ও উদযাপনের আমেজ। প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজদের অনেকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অবৈধভাবে সার্বিয়ায় প্রবেশকালে ১০ বাংলাদেশি আটক
Next post কানাডায় গাড়ি পানিতে পড়ে বাংলাদেশি যুবক ও তার স্ত্রী নিহত
Close