যুগান্তকারী বিভিন্ন গবেষণায় অবদানের জন্য ফ্রান্সের শেভালিয়র দু লর্দরা দু মেরিত (নাইটহুড অব দ্য অর্ডার অব মেরিট) সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে ঢাকার গুলশানে ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক পরিয়ে দেওয়া হয়।
ফরাসি প্রেসিডেন্টের পক্ষে অধ্যাপক মোস্তাফিজকে ব্যাজ পরিয়ে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
শুক্রবার (২৩ জুন) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) সঙ্গে অংশীদারত্বে অধ্যাপক মোস্তাফিজের গবেষণাকর্ম বাংলাদেশের শস্য উৎপাদন বাড়াতে অবদান রেখেছে। জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করেছেন তিনি।
অধ্যাপক মোস্তাফিজের পরিবারের সদস্যদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শহীদ আকতার, বিভিন্ন কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
সম্মাননা তুলে দিয়ে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধন খুবই শক্তিশালী এবং প্রাণবন্ত। বিশেষ করে নিজেদের শিল্প ও সংস্কৃতির মধ্যে গুরুত্বপূর্ণ সমান্তরাল অবস্থান আমরা দেখতে পাই।
অধ্যাপক মোস্তাফিজকে সম্মাননা দেওয়ার মাধ্যমে শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বিষয়ে দুদেশের বন্ধন আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এই পদক গ্রহণ করা আমার জন্য বিশেষ সম্মানের। সিএনআরএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারত্ব বজায় থাকার পেছনে ফরাসি দূতাবাসের সক্রিয় সহযোগিতা ছিল। এই অংশীদারত্ব এগিয়ে গেছে গত ৪০ বছর ধরে।
More Stories
যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে চায়ের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে চায়ের দাওয়াত দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।...
লস এঞ্জেলেসে এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী পালন
প্রবাস বাংলা ডেস্ক থেকে, শামসুল আরেফিন বাবলু: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএ জি ওসমানী’র ১০৫তম জন্মদিন এক উৎসবমূখর পরিবেশে গত...
মালদ্বীপ প্রবাসী সিকান্দারকে বিমান টিকিট হস্তান্তর
গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী সিকান্দার শেখকে দেশে ফিরতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে সোমবার (১৮ সেপ্টেম্বর) একটি এয়ার টিকিট...
সুন্দরবন রক্ষায় সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা ইউনেস্কোর
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি সুন্দরবন। চিরসবুজ এই বনের সম্পদ এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধিশালী হওয়ায় ১৯৯৭ সালে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান...
কলম্বিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আতিকুর রহমান
কলোম্বিয়ার ক্রীড়া প্রতিমন্ত্রী ক্যামিলো লাগুয়ারানের আমন্ত্রণে বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি ও ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আগামী ১৮ সেপ্টেম্বর...
শেখ হাসিনার প্রশংসায় কানাডা সিনেটের মানবাধিকার কমিটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার কমিটির চেয়ার সালমা আতাউল্লাজান। শনিবার (১৬...