Read Time:1 Minute, 36 Second

রাজধানীর এভারকেযার হাসপাতালে চিকিৎসা শেষ মেডিকেল বোর্ডের সিন্ধান্ত অনুযায়ী বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যা ৭টা৫০ মিনিটে বাসায় পৌঁছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডাম সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাসায় আসেন।

এদিন ৬টা ৩৫ মিনিটে এভারকেযার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এর আগে গত ১৩ জুন মধ্যররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে যুক্তরাষ্ট্র
Next post বাংলাদেশি দেড় হাজার সেনাসহ সব শান্তিরক্ষীকে সরাতে বলল মালি
Close