ইউক্রেনের জন্য নতুন করে ২০ দশমিক পাঁচ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (১৬ জুন) ঘোষণা দেওয়া সহায়তার অর্থ দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন খাদ্য, খাবার পানি সংগ্রহ ও রাশিয়ার বিরুদ্ধে লড়তে পারবে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, ‘এই সহায়তা আমাদের অংশীদার এনজিওর মাধ্যমে বিতরণ করা হবে। এ ছাড়া যুদ্ধে পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের তাদের পরিবারের সঙ্গে ফের মিলিত করানোর জন্য কাজ করা হবে।’
ব্লিঙ্কেন বলেন, ‘আমরা রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধের জন্য আহ্বান জানাই। একইসঙ্গে ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানকারীদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার ও নিরাপদ এলাকায় যেতে ইচ্ছুকদের নিরাপদে যেতে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের পর থেকে ৬০ লাখের বেশি ইউক্রেনীয় নিজ দেশ ছেড়েছেন। অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হয়েছেন ৫০ লাখেরও বেশি ইউক্রেনীয়।
রুশ আগ্রাসনের পর থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া রুশ আক্রমণকে প্রতিহত করতে চার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা করেছে তারা।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...