Read Time:1 Minute, 38 Second

পশ্চিম ইউরোপের অর্থনৈতিক সমৃদ্ধ দেশ মোনাকোর রাষ্ট্রপ্রধান প্রিন্স আলবার্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

গতকাল মঙ্গলবার মোনাকোর প্রাসাদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে প্রিন্স আলবার্ট ও বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রদূত তালহা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রিন্স আলবার্ট ও তার দেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানান।

প্রিন্স আলবার্ট বলেন, তার দেশে রাষ্ট্রদূতের নিয়োগের ফলে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।

এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় রাজপ্রাসাদে। সেখানে প্রিন্সের গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ২ নারী
Next post সামাজিক ন্যায়বিচারই স্থায়ী শান্তি উন্নয়নের ভিত্তি রচনা করতে পারে: প্রধানমন্ত্রী 
Close