আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষাঁড় উপহার দিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষক দম্পতি বুলবুল আহমেদ ও ইশরাত জাহান। প্রিয় বঙ্গবন্ধুকন্যাকে উপহার দেওয়ার জন্য তিন বছর ধরে তারা ষাঁড়টি লালন-পালন করে আসছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, সত্যিকারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কৃষক দম্পতি বুলবুল-ইশরাত প্রধানমন্ত্রীকে ষাঁড়টি উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে কৃষক দম্পতির গরু পালন ও উপহারের কথা জানান। এটি শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার হিসাবে ষাঁড়টি গ্রহণ করতে রাজি হন। পাকুন্দিয়ার চরকাউনা গ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ ও ইশরাত জাহানকে তিনি (প্রধানমন্ত্রী) ধন্যবাদ জানান।
হাসান জাহিদ তুষার আরও জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছে ষাঁড়টি বুলবুল আহমেদের বাড়িতে থাকবে এবং কুরবানি হবে। কুরবানির মাংস দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের অনুরোধও করেছেন তিনি। তুষার জানান, এ থেকে বোঝা যায়- দরিদ্র কখনোই ভালোবাসার বাধা হতে পারে না।
কৃষক বুলবুল আহমেদ জানান, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য ২০২০ সালে নেত্রকোনা জেলা থেকে ক্রস ব্রাহমা জাতের ষাঁড়টি কিনে আমরা লালন-পালন করে আসছি। ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ থেকে ঋণ নিয়ে দুই লাখ ৫০ হাজার টাকায় ষাঁড়টি কিনেছি। গরুটি যাতে সুস্থ থাকে সেজন্য কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দান করারও মানত করেছি। প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকে এটি আমরা লালন-পালন করছি। উপহার গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি বুলবুল আহমেদ কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, ষাঁড়টি থেকে প্রায় ৮০০ কেজি মাংস পাওয়া যাবে।
More Stories
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াতে ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির...
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...