ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। রবিবার (৪ জুন) বেলা ৩টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন তার বিশেষ দূত মাসরুর মওলা।
বৈঠক প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। এ প্রসঙ্গে তিনি (পিটার হাস) আমাদের দলের অবস্থান জানতে চেয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের মতামত জানিয়ে এসেছি।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন আমরা (জাতীয় পার্টি) এককভাবে নির্বাচন করব নাকি জোটবদ্ধভাবে করব। আমাদের অবস্থান সম্পর্কে তাকে জানিয়েছি।’
এর আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পরও ঢাকায় পিটার হাসের বাসভবনে বৈঠক করেছিলেন জাতীয় পার্টির নেতারা। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির নীতিনির্ধারণ পর্যায়ের এক নেতা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে সব সময়ই এক নিয়ামক শক্তি জাতীয় পার্টি। আমাদের দলের বিপুল জনসমর্থন রয়েছে। আওয়ামী লীগ, বিএনপির বাইরে এসে জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের দলও সমৃদ্ধ হচ্ছে। এসব বিবেচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আজ আমাদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন।’
More Stories
আগামী ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে আগামী ৪৮...
আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস
আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার...
১৫ বছর একটি দস্যু পরিবারের শাসন ছিল: গার্ডিয়ানকে ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ এবং সেসময় দেশের পরিস্থিতি কেমন ছিল তার বর্ণনা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।...
শেখ হাসিনার শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের
ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল নৃশংসতার সঠিক নথিভুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।...
‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’রা মার্চ থেকে ভাতা পাবেন: প্রেস সচিব
আগামী মার্চ মাস থেকে ‘জুলাই শহিদ’দের পরিবার ও ‘জুলাই যোদ্ধা’রা ভাতা পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার...
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে ড. ইউনূসের আহ্বান
রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে বড় ধরনের সফল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...