ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। রবিবার (৪ জুন) বেলা ৩টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন তার বিশেষ দূত মাসরুর মওলা।
বৈঠক প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। এ প্রসঙ্গে তিনি (পিটার হাস) আমাদের দলের অবস্থান জানতে চেয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের মতামত জানিয়ে এসেছি।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন আমরা (জাতীয় পার্টি) এককভাবে নির্বাচন করব নাকি জোটবদ্ধভাবে করব। আমাদের অবস্থান সম্পর্কে তাকে জানিয়েছি।’
এর আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পরও ঢাকায় পিটার হাসের বাসভবনে বৈঠক করেছিলেন জাতীয় পার্টির নেতারা। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির নীতিনির্ধারণ পর্যায়ের এক নেতা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে সব সময়ই এক নিয়ামক শক্তি জাতীয় পার্টি। আমাদের দলের বিপুল জনসমর্থন রয়েছে। আওয়ামী লীগ, বিএনপির বাইরে এসে জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের দলও সমৃদ্ধ হচ্ছে। এসব বিবেচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আজ আমাদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন।’
More Stories
সম্পাদকীয়: তারেক রহমানের বক্তব্যের
- কাজী মশহুরুল হুদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার...
বর্ষীয়ান রাজনীতিবিদ ‘মতিয়া চৌধুরী’র মৃত্যুতে ক্যালিফোর্নিয়া স্টেট আ. লীগ’র শোক প্রকাশ
শামসুল আরীফিন বাবলু। প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস, যুক্তরাস্ট্র। বর্ষীয়ান ও প্রবীন রাজনতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী...
খুলনায় কটূক্তিমূলক পোস্ট ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা জানা গেছে
খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। বৃহস্পতিবার...
কমলার কারণে ট্রাম্পকে একেবারে ভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে...
অবশেষে মুখ খুললেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী
বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী ছাগলকাণ্ডের ঘটনার...
সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের
সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের...