পূর্ব ভারতের ওডিশা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত মানুষদের মধ্যে এখনো কোনো বাংলাদেশি নাগরিকের নাম পাওয়া যায়নি। সরকারিভাবেও এখনো কোনো তথ্য কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের হাতে আসেনি। তবে ৬-৭ জন সামান্য আহত হওয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপহাইকমিশন।
উপহাইকমিশন সূত্র জানায়, এ দুর্ঘটনায় বাংলাদেশের ৬-৭ জন সামান্য আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি। ইতিমধ্যে উপহাইকমিশনের দ্বিতীয় সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওডিশার উদ্দেশে রওনা দিয়েছে। তারা গেলে বাংলাদেশি কেউ হতাহত হয়েছেন কি না, সেটা বিস্তারিত জানাতে পারব।
সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন রাজশাহীর রাসেলুজ্জামান ও বগুড়ার হাবিবুর রহমান। তিনি আরও বলেন, কাল রাত থেকে হটলাইন সচল রয়েছে। রাসেলের আত্মীয় পরিচয় দিয়ে এক ব্যক্তি হটলাইনে জানিয়েছেন, রাসেল এখন ওডিশার হাসপাতালে চিকিৎসাধীন। হাবিবুর রহমানের নাম পাওয়া গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস নবান্নের তালিকা থেকে উপহাইকমিশনের পক্ষ থেকে এখনো আহত দুই ব্যক্তির বিষয়টি যাচাই করা যায়নি।
আরেকটি সূত্রের খবর, ওই ট্রেনের এক বাংলাদেশি যাত্রী ঘটনাস্থল থেকে টেলিফোনে জানিয়েছেন, তাঁর বগিতে সাত থেকে আটজন বাংলাদেশি ছিলেন।
উপহাইকমিশনের মুখপাত্র বলেন, কর্মকর্তাদের ওডিশায় পৌঁছাতে সমস্যা হচ্ছে, কারণ রাস্তায় অনেক গাড়ি আটকে রয়েছে। কলকাতা থেকে ওডিশা হয়ে দক্ষিণ ভারতগামী অসংখ্য ট্রেনের যাত্রা বাতিল হয়ে গেছে বা অন্য রুটে চালানো হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে জানিয়েছে।
More Stories
শেখ হাসিনার নয়া দিল্লি সফর: টাকা-রুপির বিনিময়সহ ৩ সমঝোতা স্মারক সই করবে দু’দেশ
আগামী ৮-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য শুক্রবার (৮...
ভারত এখন চাঁদে : নরেন্দ্র মোদি
ভারতের চন্দ্রাভিযান সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে চাঁদের...
চন্দ্রযানের সফল অবতরণ, ইতিহাস গড়ল ভারত
ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এর মাধ্যমে ভারত নতুন এক মাইলফলক স্পর্শ করল। যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত...
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন: নির্বাচন নিয়ে বাংলাদেশকে দুটি বার্তা দিতে চায় ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী মাসে ভারত সফরে যাবেন। এ সময় শেখ হাসিনাকে দুটি স্পষ্ট...
‘শেখ হাসিনা নির্বাচনে পরাজিত হলে বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়বে’
যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া রাজনৈতিক সংকট থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য ভারতের ওপর চাপ বাড়ছে। বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে...
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র: বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই
বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে‒ এমনটাই চাওয়া ভারতের। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...