Read Time:2 Minute, 31 Second

খুব দ্রুতই বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশে সফররত ইউরোপের মানবাধিকার প্রতিনিধি দল। এ সময় ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) দ্রুতই এই গণহত্যার স্বীকৃতি দেবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি আদায়ে সোমবার ‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে রবিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণহত্যা ও মানবাধিকার বিশেষজ্ঞরা এ আশাবাদ ব্যক্ত করেন। এ সম্মেলনের আয়োজন করেছে প্রজন্ম ‘৭১, আমরা একাত্তর ও ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (ইবিএফ)। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন সাবেক ডাচ এমপি ও মানবাধিকারকর্মী হ্যারি ভ্যান বোমেল, আমস্টারডামের ভ্রিজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অ্যান্থনি হলসল্যাগ, যুক্তরাজ্যের সাংবাদিক ক্রিস ব্ল্যাকবার্ন, ইবিএফের সভাপতি বিকাশ চৌধুরী বডুয়া, ইবিএফের যুক্তরাজ্য শাখার সভাপতি আনসার আহমেদ উল্লাহ প্রমুখ।

বক্তারা জানান, আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ১৯৭১-এ বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্মেলন। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। সভাপতিত্ব করবেন আমরা একাত্তরের চেয়ারপারসন মাহবুব জামান। সূচনা বক্তব্য দেবেন আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক হিলাল ফয়েজী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশে বিনিয়োগের আরো উন্নত পরিবেশ চায় যুক্তরাষ্ট্র
Next post বিএনপির সমাবেশ থেকে শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি
Close