কুয়েত ঢাকা রুটে যাতায়াতকারী প্রবাসীদের জন্য সুখবর দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার কুয়েত প্রবাসীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও মূল্যহ্রাসের সুখবর নিয়ে এলো বিমান।
বুধবার (১০ মে) থেকে ৫ কেজি ১৪ কুয়েতি দিনার, ১০ কেজি ব্যাগেজ ১৯ কুয়েতি দিনার, ২৩ কেজি ব্যাগেজ ৩২ কুয়েতি দিনার এবং সঙ্গে ১ দিনারের সার্ভিস চার্জ নিতে পারবেন যাত্রীরা। ইকনোমিক ক্লাসে যাত্রীরা ৫০ কেজি ব্যাগেজ ও ৭ কেজি হাতে এবং বিজনেস ক্লাসে ৬০ কেজি ব্যাগেজ ও ৭ কেজি হাতে নিতে পারবেন। অতিরিক্ত এ ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজের মূল্যহ্রাসের খবরে উচ্ছ্বাসিত কুয়েত প্রবাসীরা।
চট্টগ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আকবর হোসেন বলেন, অতিরিক্ত ব্যাগেজের দাম কমানোয় আমরা অনেক খুশি। আমাদের পরিবার ও প্রিয়জনদের জন্য প্রয়োজনীয় অনেক কিছু বাড়ি নিয়ে যেতে পারব। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের একটা অনুরোধ, বিমানে যেন শিডিউল ঠিক রাখে এবং আগের মতো কুয়েত চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু করে।
স্কাই টাচ এবং বদুর ট্রাভেল এজেন্সির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ হোসনে মোবারক ও সেলিম হাওলাদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ ট্রাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে জড়িত। ফলে গ্রাহকদের বিভিন্ন এয়ারলাইন্স সম্পর্কে নানা অভিযোগ ও আবদার আমাদের কাছে আসে। আমরাও চেষ্টা করি তাদের আবদার ও অভিযোগগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে। অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজের মূল্যহ্রাস সময় উপযোগী চাহিদা ছিল তাদের। এতে কুয়েত বাংলাদেশ বিমানের প্রবাসী যাত্রীদের যাতায়াত বাড়বে। ফলে এতে লাভবান হবে বিমান এবং বাড়বে দেশের রেমিটেন্স। কুয়েত থেকে ঢাকা এবং চট্টগ্রাম রুটে বিমানে আরও ফ্লাইট বাড়ানো জরুরি বলেন মনে করেন এ কর্মকর্তারা।
কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, সবসময় যাত্রীদের অভিযোগ এবং চাহিদা দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত থাকে। ইতোমধ্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজে মূল্যহ্রাস করেছি। বহির্বিশ্বে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশের বিমান আমাদের নিজেদের বিমান। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের কর্ষ্টজিত আয়ে প্রবাসীদের নিয়মিত বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান করেন তিনি।
More Stories
আরব আমিরাতে কারখানার আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে আসবাবের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আনুমানিক সাতটার দিকে আমিরাতের শারজাহ...
ফ্রান্সে বাংলাদেশি যুবকের মৃত্যু
ফ্রান্সে প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে...
মুক্তধারা ফাউন্ডেশনের নতুন কমিটি
একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবীকে চেয়ারপারসন ও বিশ্বজিত সাহাকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্রে নতুন কমিটি গঠন...
মালিতে বাংলাদেশ ফরমড পুলিশের ওপর আইইডি হামলা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের টহল দলের গাড়ি বহরের ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা হয়েছে। রোববার...
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...