ফের অস্থিরতার মুখে মার্কিন আর্থিক খাত। গত মাসে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের পর এবার ধসের মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংক। অল্প সময়ের ব্যবধানে প্রায় দশ হাজার কোটি ডলার আমানত হারিয়েছে ব্যাংকটি। খবর আল জাজিরা।
গত মার্চ মাসে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের পর এবার দেউলিয়া হওয়ার মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংক। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকের আমানত ৪১ শতাংশ কমেছে বলে সোমবার (২৪ এপ্রিল) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানায় ব্যাংকটির কর্তৃপক্ষ।
মার্চে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের অস্থিরতার মধ্যেই অল্প কয়েকদিনের ব্যবধানে ব্যাংকটি থেকে প্রায় দশ হাজার কোটি ডলারের আমানত তুলে নেয় গ্রাহকরা।
ব্যাংকের আর্থিক প্রতিবেদেন অনুযায়ী, চলতি বছরের ৯ মার্চ ব্যাংকের আমানত ছিল ১৭৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর চলতি এপ্রিল মাসের ২১ তারিখে এর আমানত দাঁড়ায় ১০২ দশমিক সাত বিলিয়ন ডলার, যার মধ্যে ব্যাংকের ধস ঠেকানোর প্রয়োজনে অন্যান্য মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ও ব্যাংকের জরুরি ভিত্তিতে দেয়া ৩০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তাও অন্তর্ভুক্ত।
এদিকে বিপুল পরিমাণ আমানত তুলে নেয়ার এই খবরে পতন শুরু হয় ব্যাংকের শেয়ারের দরে। মঙ্গলবার প্রায় ৪৯ শতাংশ পতনের পর পরের দিন বুধবার শেয়ারের দরের পতন হয় প্রায় ৩০ শতাংশ। শেয়ারের দরের অব্যাহত পতনের মুখে মঙ্গলবার ও বুধবার বেশ কয়েকবারই বন্ধ হয়ে যায় ব্যাংকটির শেয়ারের লেনদেন।
গত মার্চ মাসে মার্কিন আর্থিক খাতের ধসের সময়ই ফার্স্ট রিপাবলিক ব্যাংকের ঝুঁকির বিষয়টি ধরা পড়ে। সে সময় সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক ধসে পড়লেও সময় মত অন্যান্য ব্যাংকের থেকে প্রায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়ায় নিজেকে রক্ষায় সক্ষম হয় ব্যাংকটি।
মূলত প্রচুর বিনিয়োগ বিমার বাইরে থাকার কারণেই এবারের সঙ্কটে বেশ বিপদে পড়েছে ব্যাংকটি। এর ফলে গত মাসে ধস এড়াতে পারলেও চলতি দফায় পতন এড়ানো কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ পরিস্থিতিতে নিজেকে উদ্ধারের পথ খুঁজছে পতনের মুখে থাকা ব্যাংকটি। অলাভজনক সম্পদ বিক্রির পাশাপাশি ব্যবস্থাপনার খরচ কমিয়ে ব্যাংকটিকে বাঁচানোর চেষ্টা করছে এর কর্তৃপক্ষ।
সেক্ষেত্রে আগামী মাসগুলোতে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে হবে ব্যাংকটিকে। তবে সব রাস্তা বন্ধ হয়ে গেলে আমানতকারীদের সুরক্ষা দিতে ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে মার্কিন তদারকি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...