ফের অস্থিরতার মুখে মার্কিন আর্থিক খাত। গত মাসে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের পর এবার ধসের মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংক। অল্প সময়ের ব্যবধানে প্রায় দশ হাজার কোটি ডলার আমানত হারিয়েছে ব্যাংকটি। খবর আল জাজিরা।
গত মার্চ মাসে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের পর এবার দেউলিয়া হওয়ার মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংক। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকের আমানত ৪১ শতাংশ কমেছে বলে সোমবার (২৪ এপ্রিল) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানায় ব্যাংকটির কর্তৃপক্ষ।
মার্চে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের অস্থিরতার মধ্যেই অল্প কয়েকদিনের ব্যবধানে ব্যাংকটি থেকে প্রায় দশ হাজার কোটি ডলারের আমানত তুলে নেয় গ্রাহকরা।
ব্যাংকের আর্থিক প্রতিবেদেন অনুযায়ী, চলতি বছরের ৯ মার্চ ব্যাংকের আমানত ছিল ১৭৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর চলতি এপ্রিল মাসের ২১ তারিখে এর আমানত দাঁড়ায় ১০২ দশমিক সাত বিলিয়ন ডলার, যার মধ্যে ব্যাংকের ধস ঠেকানোর প্রয়োজনে অন্যান্য মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ও ব্যাংকের জরুরি ভিত্তিতে দেয়া ৩০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তাও অন্তর্ভুক্ত।
এদিকে বিপুল পরিমাণ আমানত তুলে নেয়ার এই খবরে পতন শুরু হয় ব্যাংকের শেয়ারের দরে। মঙ্গলবার প্রায় ৪৯ শতাংশ পতনের পর পরের দিন বুধবার শেয়ারের দরের পতন হয় প্রায় ৩০ শতাংশ। শেয়ারের দরের অব্যাহত পতনের মুখে মঙ্গলবার ও বুধবার বেশ কয়েকবারই বন্ধ হয়ে যায় ব্যাংকটির শেয়ারের লেনদেন।
গত মার্চ মাসে মার্কিন আর্থিক খাতের ধসের সময়ই ফার্স্ট রিপাবলিক ব্যাংকের ঝুঁকির বিষয়টি ধরা পড়ে। সে সময় সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক ধসে পড়লেও সময় মত অন্যান্য ব্যাংকের থেকে প্রায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়ায় নিজেকে রক্ষায় সক্ষম হয় ব্যাংকটি।
মূলত প্রচুর বিনিয়োগ বিমার বাইরে থাকার কারণেই এবারের সঙ্কটে বেশ বিপদে পড়েছে ব্যাংকটি। এর ফলে গত মাসে ধস এড়াতে পারলেও চলতি দফায় পতন এড়ানো কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ পরিস্থিতিতে নিজেকে উদ্ধারের পথ খুঁজছে পতনের মুখে থাকা ব্যাংকটি। অলাভজনক সম্পদ বিক্রির পাশাপাশি ব্যবস্থাপনার খরচ কমিয়ে ব্যাংকটিকে বাঁচানোর চেষ্টা করছে এর কর্তৃপক্ষ।
সেক্ষেত্রে আগামী মাসগুলোতে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে হবে ব্যাংকটিকে। তবে সব রাস্তা বন্ধ হয়ে গেলে আমানতকারীদের সুরক্ষা দিতে ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে মার্কিন তদারকি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন।
More Stories
নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিপরীত। মূলত গত রোববার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত...
নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যেই বিশ্ব ধ্বংস হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে বলে বিশ্বাস করেন তিনি।...
যুক্তরাষ্ট্রে বাইডেন-মোদির বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে...
যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার ‘রহস্যজনক অবস্থায়’ মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার মরদেহ রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এনডিটিভি বলছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) দূতাবাস চত্বরের ভেতর...
ট্রাম্পের নিরাপত্তায় বিল পাস
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা সংক্রান্ত একটি বিল সর্বসম্মতভাবে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। ‘এনহ্যান্সড প্রেসিডেনশিয়াল...
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং: বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত অভিযোগের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেছেন,...