ফের অস্থিরতার মুখে মার্কিন আর্থিক খাত। গত মাসে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের পর এবার ধসের মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংক। অল্প সময়ের ব্যবধানে প্রায় দশ হাজার কোটি ডলার আমানত হারিয়েছে ব্যাংকটি। খবর আল জাজিরা।
গত মার্চ মাসে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের পর এবার দেউলিয়া হওয়ার মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংক। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকের আমানত ৪১ শতাংশ কমেছে বলে সোমবার (২৪ এপ্রিল) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানায় ব্যাংকটির কর্তৃপক্ষ।
মার্চে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের অস্থিরতার মধ্যেই অল্প কয়েকদিনের ব্যবধানে ব্যাংকটি থেকে প্রায় দশ হাজার কোটি ডলারের আমানত তুলে নেয় গ্রাহকরা।
ব্যাংকের আর্থিক প্রতিবেদেন অনুযায়ী, চলতি বছরের ৯ মার্চ ব্যাংকের আমানত ছিল ১৭৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর চলতি এপ্রিল মাসের ২১ তারিখে এর আমানত দাঁড়ায় ১০২ দশমিক সাত বিলিয়ন ডলার, যার মধ্যে ব্যাংকের ধস ঠেকানোর প্রয়োজনে অন্যান্য মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ও ব্যাংকের জরুরি ভিত্তিতে দেয়া ৩০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তাও অন্তর্ভুক্ত।
এদিকে বিপুল পরিমাণ আমানত তুলে নেয়ার এই খবরে পতন শুরু হয় ব্যাংকের শেয়ারের দরে। মঙ্গলবার প্রায় ৪৯ শতাংশ পতনের পর পরের দিন বুধবার শেয়ারের দরের পতন হয় প্রায় ৩০ শতাংশ। শেয়ারের দরের অব্যাহত পতনের মুখে মঙ্গলবার ও বুধবার বেশ কয়েকবারই বন্ধ হয়ে যায় ব্যাংকটির শেয়ারের লেনদেন।
গত মার্চ মাসে মার্কিন আর্থিক খাতের ধসের সময়ই ফার্স্ট রিপাবলিক ব্যাংকের ঝুঁকির বিষয়টি ধরা পড়ে। সে সময় সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক ধসে পড়লেও সময় মত অন্যান্য ব্যাংকের থেকে প্রায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়ায় নিজেকে রক্ষায় সক্ষম হয় ব্যাংকটি।
মূলত প্রচুর বিনিয়োগ বিমার বাইরে থাকার কারণেই এবারের সঙ্কটে বেশ বিপদে পড়েছে ব্যাংকটি। এর ফলে গত মাসে ধস এড়াতে পারলেও চলতি দফায় পতন এড়ানো কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ পরিস্থিতিতে নিজেকে উদ্ধারের পথ খুঁজছে পতনের মুখে থাকা ব্যাংকটি। অলাভজনক সম্পদ বিক্রির পাশাপাশি ব্যবস্থাপনার খরচ কমিয়ে ব্যাংকটিকে বাঁচানোর চেষ্টা করছে এর কর্তৃপক্ষ।
সেক্ষেত্রে আগামী মাসগুলোতে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে হবে ব্যাংকটিকে। তবে সব রাস্তা বন্ধ হয়ে গেলে আমানতকারীদের সুরক্ষা দিতে ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে মার্কিন তদারকি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন।
More Stories
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে।...
ওষুধ ও প্রযুক্তিপণ্যে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, উদ্বেগ বিশ্ববাজারে
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ওষুধ ও আধুনিক প্রযুক্তিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে...
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...