Read Time:1 Minute, 39 Second

কাজের উদ্দেশ্যে বাংলাদেশি অভিবাসীরা বিভিন্ন দেশে পাড়ি জমালে তাদের আয় ২০০ শতাংশের বেশি বাড়ে। অপরদিকে, দেশের অভ্যন্তরে অন্যত্র গেলে এই আয় বাড়ে ২০ শতাংশ।

গত মঙ্গলবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা যুক্তরাষ্ট্রে গেলে আয় সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, যা ৩০০ শতাংশেরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের পরে মালয়েশিয়ায় আয় বেশি বাড়ে। দেশটিতে বাংলাদেশিদের আয় বৃদ্ধির হার ২১০ শতাংশ। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত যেতে হলে বাংলাদেশিদের সবচেয়ে বেশি খরচ করতে হয়। অপরদিকে, কাজের জন্য সংযুক্ত আরব আমিরাত হলো বাংলাদেশিদের সবচেয়ে পছন্দের দেশ। বিদেশে যাওয়ার পর বাংলাদেশিদের যে আয় বাড়ে তা দেশে অর্জনের জন্য সময় লাগবে আরো ৪০ বছর।

বাংলাদেশি অদক্ষ শ্রমিকরা বিদেশে কাজে যাওয়ার ফলে তাদের পরিবারের আয় দ্বিগুণ হয়। এছাড়া, বিদেশে কয়েক বছর কাজ করার পর দেশে ফেরত আসা বাংলাদেশিদের দুই-তৃতীয়াংশ উদ্যোক্তা বা উপার্জনের নিজস্ব উদ্যোগ নেয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী জুবায়ের
Next post ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী
Close