Read Time:2 Minute, 31 Second

কুয়েত প্রবাসীদের বহুল কাঙ্ক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু হবে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

তিনি বলেছেন, কুয়েতের বিভিন্ন স্থানে প্রশাসনিক অভিযান চলছে। আইন-কানুন কঠিন হয়ে উঠছে। এক্ষেত্রে প্রবাসীদের কুয়েতের সিভিল আইডি ও বৈধকাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি কুয়েত আইন মেনে চলা এবং প্রবাসীদের বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন আশিকুজ্জামান। কুয়েতে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় কুয়েত সিটির সালমিয়া একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এ্যাটাচি ব্রিগেডিয়ার হাসান উজ জামান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনের নেতৃবৃন্দ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদি আরবে ঈদ হতে পারে ২২ এপ্রিল
Next post ‘ফ্রান্স বাংলা’ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Close