Read Time:1 Minute, 30 Second

এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা আরও বেড়েছে। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে নগরবাসীর।

রোববার (১৬ এপ্রিল) রাত ৯টার পর আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে টানা অতি তাপপ্রবাহের ফলে পুড়তে থাকা চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমেছে। এক দিনের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরেও।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সব দলকে নির্বাচনে আনতে মার্কিন সহায়তা চায় সরকার: মোমেন
Next post যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, হতাহত ২৪
Close