কুমিল্লায় আকবর হোসেন ওরফে বাবুল নামে এক আমেরিকা প্রবাসীকে হত্যার দায়ে পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আশরাফুল হোসেন বেলালের স্ত্রী লিপি আক্তার ওরফে কাজল, একই গ্রামের মৃত আবদুর রবের ছেলে কামাল হোসেন, আবুল কালামের ছেলে তাজুল ইসলাম ওরফে সজিব, সামছুদ্দিনের ছেলে মো. রহমত উল্লাহ ওরফে রনি ও জালাল আহাম্মদের ছেলে মো. রুবেল।
জানা যায়, ২০১৭ সালের ১৪ আগস্ট দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামের লাকসাম-মুদাফ্ফরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের জলাশয় থেকে চটের বস্তায় ভর্তি অজ্ঞাতনামা একজনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করে। পরে লাশটি আমেরিকা প্রবাসী ওই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আকবর হোসেন বাবুলের বলে সনাক্ত করা হয় এবং পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে রহস্য উদঘাটন করে পুলিশ। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর লিপি আক্তার কাজল ও কামাল হোসেনকে, পরদিন তাজুল ইসলাম ওরফে সজিবকে। এবং ২৪ সেপ্টেম্বর মো. রহমত উল্লা ওরফে রনিকে আটক করে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাহফুজ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ জুলাই বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন বলেন, এ মামলায় আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
এ রায় ঘোষণার সময় ৫ জন আসামির মধ্যে ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি লিপি আক্তার কাজল ও তাজুল ইসলাম ওরফে সজিব জামিনে গিয়ে পলাতক রয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
