কুমিল্লায় আকবর হোসেন ওরফে বাবুল নামে এক আমেরিকা প্রবাসীকে হত্যার দায়ে পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আশরাফুল হোসেন বেলালের স্ত্রী লিপি আক্তার ওরফে কাজল, একই গ্রামের মৃত আবদুর রবের ছেলে কামাল হোসেন, আবুল কালামের ছেলে তাজুল ইসলাম ওরফে সজিব, সামছুদ্দিনের ছেলে মো. রহমত উল্লাহ ওরফে রনি ও জালাল আহাম্মদের ছেলে মো. রুবেল।
জানা যায়, ২০১৭ সালের ১৪ আগস্ট দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামের লাকসাম-মুদাফ্ফরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের জলাশয় থেকে চটের বস্তায় ভর্তি অজ্ঞাতনামা একজনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করে। পরে লাশটি আমেরিকা প্রবাসী ওই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আকবর হোসেন বাবুলের বলে সনাক্ত করা হয় এবং পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে রহস্য উদঘাটন করে পুলিশ। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর লিপি আক্তার কাজল ও কামাল হোসেনকে, পরদিন তাজুল ইসলাম ওরফে সজিবকে। এবং ২৪ সেপ্টেম্বর মো. রহমত উল্লা ওরফে রনিকে আটক করে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাহফুজ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ জুলাই বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন বলেন, এ মামলায় আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
এ রায় ঘোষণার সময় ৫ জন আসামির মধ্যে ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি লিপি আক্তার কাজল ও তাজুল ইসলাম ওরফে সজিব জামিনে গিয়ে পলাতক রয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু।
More Stories
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...
নববর্ষের র্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।...
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...
বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও...
রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ড. ইউনূসকে জড়িয়ে সংঘবদ্ধ অপপ্রচার
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে...