কুমিল্লায় আকবর হোসেন ওরফে বাবুল নামে এক আমেরিকা প্রবাসীকে হত্যার দায়ে পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আশরাফুল হোসেন বেলালের স্ত্রী লিপি আক্তার ওরফে কাজল, একই গ্রামের মৃত আবদুর রবের ছেলে কামাল হোসেন, আবুল কালামের ছেলে তাজুল ইসলাম ওরফে সজিব, সামছুদ্দিনের ছেলে মো. রহমত উল্লাহ ওরফে রনি ও জালাল আহাম্মদের ছেলে মো. রুবেল।
জানা যায়, ২০১৭ সালের ১৪ আগস্ট দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামের লাকসাম-মুদাফ্ফরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের জলাশয় থেকে চটের বস্তায় ভর্তি অজ্ঞাতনামা একজনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করে। পরে লাশটি আমেরিকা প্রবাসী ওই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আকবর হোসেন বাবুলের বলে সনাক্ত করা হয় এবং পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে রহস্য উদঘাটন করে পুলিশ। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর লিপি আক্তার কাজল ও কামাল হোসেনকে, পরদিন তাজুল ইসলাম ওরফে সজিবকে। এবং ২৪ সেপ্টেম্বর মো. রহমত উল্লা ওরফে রনিকে আটক করে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাহফুজ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ জুলাই বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন বলেন, এ মামলায় আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
এ রায় ঘোষণার সময় ৫ জন আসামির মধ্যে ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি লিপি আক্তার কাজল ও তাজুল ইসলাম ওরফে সজিব জামিনে গিয়ে পলাতক রয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু।
More Stories
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...
বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে...
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
ছয় বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল হাস্যাজ্জ্বল খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশের আসনে...
শেখ হাসিনাকে ফেরানোর নির্দেশনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বললেন উপদেষ্টা মাহফুজ-আসিফ-নাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ...