কুমিল্লায় আকবর হোসেন ওরফে বাবুল নামে এক আমেরিকা প্রবাসীকে হত্যার দায়ে পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আশরাফুল হোসেন বেলালের স্ত্রী লিপি আক্তার ওরফে কাজল, একই গ্রামের মৃত আবদুর রবের ছেলে কামাল হোসেন, আবুল কালামের ছেলে তাজুল ইসলাম ওরফে সজিব, সামছুদ্দিনের ছেলে মো. রহমত উল্লাহ ওরফে রনি ও জালাল আহাম্মদের ছেলে মো. রুবেল।
জানা যায়, ২০১৭ সালের ১৪ আগস্ট দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামের লাকসাম-মুদাফ্ফরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের জলাশয় থেকে চটের বস্তায় ভর্তি অজ্ঞাতনামা একজনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করে। পরে লাশটি আমেরিকা প্রবাসী ওই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আকবর হোসেন বাবুলের বলে সনাক্ত করা হয় এবং পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে রহস্য উদঘাটন করে পুলিশ। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর লিপি আক্তার কাজল ও কামাল হোসেনকে, পরদিন তাজুল ইসলাম ওরফে সজিবকে। এবং ২৪ সেপ্টেম্বর মো. রহমত উল্লা ওরফে রনিকে আটক করে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাহফুজ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ জুলাই বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন বলেন, এ মামলায় আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
এ রায় ঘোষণার সময় ৫ জন আসামির মধ্যে ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি লিপি আক্তার কাজল ও তাজুল ইসলাম ওরফে সজিব জামিনে গিয়ে পলাতক রয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু।
More Stories
ভিসানীতি সরকারের বুকে কাঁপন ধরিয়েছে : গণতন্ত্র মঞ্চ
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বুকে কাঁপন ধরিয়েছে বলে দাবি করেছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা...
কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা...
সরকার বাইরে গণতন্ত্র ও ভেতরে বাকশাল পদ্ধতিতে দেশ পরিচালনা করছে: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, দেশের প্রতিটি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন...
যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম : ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে নতুন ভিসা পলিসি। এ...
গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি...
ভিসা নীতি নিয়ে ৭ প্রশ্নের জবাব দিল মার্কিন দূতাবাস
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ মে) রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন...