রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মানবাধিকার কমিশনসহ বিভিন্ন পর্যায়ের সংগঠন থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে ১৫ হাজার টাকা করে দিতে ঢাকা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মঙ্গলবার বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডস্থল পরির্দশন শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডে বঙ্গবাজারসহ আশপাশের ছয়টি মার্কেটের পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নগর ভবনে সংবাদ সম্মেলনও করেন প্রতিমন্ত্রী। এ সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসেবেই বর্ণনা করব। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কোনো মতামত দেওয়া ঠিক হবে না।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। তদন্তের পর আমরা আসল কারণ জানতে পারব। অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রমসহ সার্বিক বিষয় প্রধানমন্ত্রী নিজেই সমন্বয় করেছেন। সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
অন্যদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবাজারে আগুনে দুই থেকে তিন হাজার দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল এসব কথা বলেন তিনি। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, আমরা প্রায়ই দেখি দুর্ঘটনার তদন্ত হয়, কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না। আমরা মনে করি, সুষ্ঠু তদন্ত ও যাঁদের গাফিলতির কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।
More Stories
যারা সুষ্ঠু ভোটের পক্ষে, মার্কিন ভিসা নিয়ে তাদের উদ্বেগের কারণ নেই: পিটার হাস
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার...
ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত রাখার সুপারিশ জাতিসংঘ বিশেষ দূতের
ডিজিটাল নিরাপত্তা আইনের উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়া পর্যন্ত আইনটি স্থগিত রাখার সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের চরম দারিদ্র্য বিষয়ক বিশেষ...
ভিসানীতি সরকারের বুকে কাঁপন ধরিয়েছে : গণতন্ত্র মঞ্চ
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বুকে কাঁপন ধরিয়েছে বলে দাবি করেছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা...
কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা...
সরকার বাইরে গণতন্ত্র ও ভেতরে বাকশাল পদ্ধতিতে দেশ পরিচালনা করছে: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, দেশের প্রতিটি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন...
যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম : ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে নতুন ভিসা পলিসি। এ...