Read Time:1 Minute, 58 Second

কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ নিয়ে তুমুল হৈচৈ হয়ে গেছে। যদিও তা কনটেন্টের কারণে নয়, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগকে কেন্দ্র করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় চীনা অ্যাপ হচ্ছে টিকটক।

এর প্রধান শোউ জি চিউ সম্প্রতি মার্কিন কংগ্রেসে রাজনীতিবিদদের প্রশ্নের জবাব দিতে হাজির হয়েছিলেন।

সেখানে সেই বিশেষ কংগ্রেস কমিটির সদস্যরা তার প্রতি চোখা চোখা সব প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন , টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স, এবং এই অ্যাপের উপাত্তে চীনা কর্তৃপক্ষের কতটা প্রবেশাধিকার আছে সে সম্পর্কে।

আসলে, শুধু টিকটক নয়, এমন আরও অনেকগুলো চীনা অ্যাপ আছে যারা পশ্চিমা দেশগুলোর মোবাইল অ্যাপের বাজারের অনেকখানি অংশ দখল করে নিয়েছে ।

অ্যাপটোপিয়া নামে একটি জরিপ প্রতিষ্ঠানের এক গবেষণার উপাত্ত থেকে এমনটাই বেরিয়ে এসেছে।

এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় ১০টি ফ্রি মোবাইল অ্যাপের মধ্যে টিকটক ছাড়াও আরও তিনটি অ্যাপ আছে, যাদের মালিক চীনা কোম্পানি।

এমনকি ব্রিটেনেও সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে এগুলো রয়েছে।

কী অ্যাপ এগুলো, আর এদের মধ্যে কী আছে যা তাদের এত সাফল্য এনে দিয়েছে?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আবারও ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা: ব্লুমবার্গ
Next post ‘সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতেই ডিজিটাল আইন’
Close