Read Time:2 Minute, 31 Second

ইটালির দক্ষিণ রোচেল্লা ইওনিকার ক্যালাব্রিয়ান বন্দরে পৌঁছেছেন ৬৫০ অভিবাসনপ্রত্যাশী। গত রোববার রাতে মাছ ধরার নৌকা নিয়ে তারা ইটালির উপকূলে পৌঁছান।

ইটালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ৩০ মিটার দীর্ঘ একটি নৌকা নিয়ে তারা উপকূলে পৌঁছান। পাঁচ দিন আগে লিবিয়ার উপকূল থেকে রওনা হয়েছিলেন এই অভিবাসনপ্রত্যাশীরা। ক্যালাব্রিয়ায় আগত এসব অভিবাসনপ্রত্যাশীদের সবাই পুরুষ। তারা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মিশর থেকে এসেছেন বলে জানা গেছে। তবে কোনো দেশ থেকে কতজন এসেছেন সে তথ্যটি এখনও জানা যায়নি। আগতদের সবাই শারীরিকভাবে ভালো আছেন বলেও জানা গেছে।

আর্ন্তজাতিক গণমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মৃত্যুর পরেও ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামানো যাচ্ছে না। মৃত্যুর ঝুঁকি জেনেও ইটালির উপকূলের দিকে ছুটছেন তারা। গত ৪ দিনে অন্তত তিন হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন ইটালির লাম্পেদুসায়।

দেশটির বার্তা সংস্থা আনসা আরও জানিয়েছে, গত শুক্রবার লাম্পেদুসা পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ছিল এক হাজার ৩৮৭ জন। আর শনিবার সেই সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৭৮ জন। তাদের মধ্যে শিশুরাও আগে। সবাই নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লাম্পেদুসা উপকূলে পৌঁছেছেন।

ইতালির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত অভিবাসী নিবন্ধনের সংখ্যা তিনগুণ বেড়েছে। চলতি বছরে, শুধু নৌকায় করে ইটালি এসেছেন ২১ হাজার অভিবাসী। শেষ দুই বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ছয় হাজারের মতো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রবাসীর স্ত্রীর হাত-পা কেটে ঝুলিয়ে দিলেন ভাসুর
Next post যাত্রাবাড়ীতে সৌদি প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু
Close