Read Time:2 Minute, 36 Second

মিশিগানে হ্যামট্রামিক সিটিতে তৃতীয়বারের মতো কাউন্সিলর হলেন বাংলাদেশি আবু মুসা। গত ২০০৩ সালে মিশিগানের হ্যামট্রামেক সিটির ইলেকশনে জয়লাভ করে আমেরিকায় বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম সিটি কাউন্সিলর এবং একজন মাইনোরিটি সদস্য হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেন সাহাব আহমেদ সুমিন।

এরই ধারাবাহিকতায় বর্তমানে ৪ জন বাংলাদেশি নির্বাচিত কাউন্সিলর রয়েছে হ্যামট্রামেক সিটিতে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিটি হলে নতুন কাউন্সিলর হিসেবে শপথ নেন আবু আহমেদ মুসা। শপথ বাক্য পাঠ করান হ্যামট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, মেয়র প্রোটেম কামরুল হাসান, কাউন্সিলর মুহিত মাহমুদ, নাইম চৌধুরী, মোহাম্মদ আলসমিরী, সিটির অন্যান্য অফিসিয়ালসহ কমিউনিটির নেতারা।

গত ২০২১ সালের ২ নভেম্বর হ্যামট্রামিক সিটির সর্বশেষ নির্বাচনে আবু আহমেদ মুসা চূড়ান্ত নির্বাচনে ১৪৫৫ ভোট পেয়েও হেরে যান। সিটি কাউন্সিলর আমান্ডা জোকায়াস্কী গত ২৪ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কারণে সংবিধানের ৪র্থ ধারা অনুযায়ী আবু আহমেদ মুসা সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন। মেয়র ও কাউন্সিলরসহ ৭ সদস্যবিশিষ্ট পরিষদের ৪ জনই বাংলাদেশি-আমেরিকান নাগরিক। এই নির্বাচিত সাফল্যের জন্য বাংলাদেশিদের মধ্যে চলছে উৎসবের আমেজ। সিটির বাসিন্দারা প্রত্যাশা করেন বাংলাদেশি হিসেবে তাদের আশা-আকাঙ্ক্ষা এবং চাহিদাগুলো পূরণ হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কোপেনহেগেনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
Next post ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
Close