Read Time:5 Minute, 6 Second

ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলস্থ বাংলাদেশ কন্স্যুলেট’র কন্সাল জেনারেল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করে।

মহান এই দিবসটি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে দু’টি পর্বে উদযাপন করা হয়।

প্রথম পর্ব সকাল ১০টায় কন্সুলেট জেনারেল’র সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাননীয় কন্সাল জেনারেল সামিয়া আঞ্জুম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টায় শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থসমুহ পাঠের মধ্যদিয়ে। তারআগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠন সমুহ, আনন্দ মেলা লসএঞ্জেলেস সহ আরো অনেক সংগঠন।

প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল আরেফীন বাবলু, গীতা থেকে সোনালী দাস, ত্রিপিটক থেকে যীষু বড়ুয়া এবং বাইবেল থেকে পাঠ করেন রূপম অধিকারী মারভিন।দিবসটি উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী কন্সুলেট কর্মকর্তাগণ পাঠ করে শোনান।এরপর বঙ্গবন্ধুর ছেলেবেলার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এরপর মাননীয় কন্সাল জেনারেল সামিয়া আঞ্জুম তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা-সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। অতঃপর তিনি জাতির পিতার জীবন, কর্ম ও অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন এবং শিশু-কিশোরদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশে ও বিদেশে সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার আহবান জানান। এছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” গঠনে তিনি সকলকে অবদান রাখার অনুরোধ জানান।

দিবসটি উপলক্ষ্যে “শিশু মেলা”লসএঞ্জেলেস’র প্রতিষ্ঠাতা সভাপতি সালমা খানম’র একক প্রচেষ্টার আয়োজনে শিশুদের পর্ব ছিল সবচেয়ে আকর্ষনীয় ও প্রাণবন্ত।

সন্ধ্যা ৭:৩০টায় শুরু হওয়া শিশুদের চিত্রাংকন প্রদর্শন অতিথিদের কাছে খুবই প্রসংশনীয় ছিল। শিশুদের অংশগ্রহনে ছোট ছোট করে বক্তৃতা দেওয়া, ছড়া বলা, নৃত্য আর গানের ঝংকার অডিয়েন্সকে ঝাকিয়ে তোলে। অত:পর কন্সাল জেনারেলের হাতে প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সকল সদস্য ও মুক্তিযুদ্ধের সকল শাহাদত বরণকারীর রূহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে কন্সুলেট’র প্রসাশনিক কর্মকর্তা জনাব হাবিবুর রহমান বিশেষ দোয়া পরিচালনা করেন। অতঃপর কেক কাটার মাধ্যমে জাতির পিতার জন্মদিন উদযাপন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

দিনব্যপি প্রাণচঞ্চল এই সফল উত্সবের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন উপ কন্সাল জেনারেল ও দূতালয় প্রধান জনাব মো: আলাউদ্দিন ভুঁইয়া।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শওকত মাহমুদকে বহিষ্কার করল বিএনপি
Next post বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার
Close