Read Time:4 Minute, 51 Second

প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের খ্যাত উৎসবের দেশ (ফিয়েস্তা ও সিয়েস্তার দেশ) স্পেনে। উৎসব স্প্যানিশদের চলমান জীবনের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। প্রাচীন সভ্যতার চিত্রকর্ম ও সাহিত্য, রৌদ্রোজ্জ্বল জলবায়ু, সমুদ্রসৈকত এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য পর্যটকদের পছন্দের শীর্ষ এই দেশে প্রবাসীরা ও বেশ রয়েছেন ভালো অবস্থানে। ইউরোপে বাংলাদেশিদের বসবাসের দিক থেকে স্পেনের অবস্থান দ্বিতীয়। তাই বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে গুরুত্বপূর্ণ অংশীদার স্পেন প্রবাসী বাংলাদেশিরা।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার ফলে স্পেনসহ পুরো ইউরোপ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় ইউরোপিয়ান ইউনিয়নের বেঁধে নিয়মের কারণে। প্রায় পুরো ইউরোপে রেমিট্যান্স ব্যবসাটিই হাতছাড়া হয়ে যায় বাংলাদেশিদের। বন্ধ হয়ে যায় অনেক বাংলাদেশি রেমিট্যান্স প্রেরণকারী ব্যবসা প্রতিষ্ঠান। রেমিট্যান্স ব্যবসাটি চলে যায় ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, স্মল ওয়ার্ল্ড ও রিয়ার মতো বিশ্বের শীর্ষ মানি ট্রান্সফার এজেন্সিগুলোর কব্জায়। ফলে কম খরচে দেশে অর্থ প্রেরণের সুযোগ থেকে একদিকে যেমন বঞ্চিত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, ঠিক তেমনি দেশের বৈদেশিক মুদ্রা প্রাপ্তির পরিমাণও হ্রাস প্রায়। আর এই সুযোগটি কাজে লাগিয়ে প্রবাসীদের কাছে গিয়ে নানা উপায়ে উদ্বুদ্ধ করে ব্যাবসা চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক হুন্ডি কারবারিরা।

এজন্য গত বছর থেকে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সচেতনতামূলক সভা সেমিনার কর্মসূচি পালন করেছে যাচ্ছে। দেশে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহ ও প্রণোদনার উৎসাহ দিতে দিতে চলতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবসে ওয়েজ আর্নারস’ কল্যাণ এর মাধ্যমে সরকারিভাবে প্রবাসীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্পেন দেশে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ ব্যাক্তি প্রতিষ্ঠানকে পুরস্কা ও পদক চালু করা হয়। তারপর রেমিট্যান্স প্রেরণের পরিমাণ প্রত্যাশিত অনুপাতে হয়নি।

গত রোববার (১২ মার্চ) স্পেনের রাজধানী মাদ্রিদে একটি রেস্তোরাঁর হলরুমে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এনআরবি ব্যাংক ও বহিঃবিশ্বে বাংলাদেশিদের ধারা পরিচালিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নেক মানি ট্রান্সফার লিমিটেড এর যৌথ উদ্দ্যোগে ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রোনের সুবিধা’ শীর্ষক প্রবাসী ব্যাবসায়ী ও গ্রাহকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে মন্তব্য করেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদান প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিদেশি শ্রমিক আবেদনের কোটা অনুমোদন স্থগিত করল মালয়েশিয়া
Next post আমাকে মঙ্গলবার গ্রেপ্তার করা হবে : ট্রাম্প
Close