Read Time:2 Minute, 55 Second

দ্রুততম সময়ে টাইয়ের ‘উইন্ডসর নট’ বেঁধে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী সামিন রহমান।

আইইউবির মার্কেটিং বিভাগের ওই শিক্ষার্থী টাই বাঁধতে সময় নিয়েছেন ১০ দশমিক ৯২ সেকেন্ড। গিনেস বুকে এর আগের রেকর্ডটি ছিল ১২ দশমিক ৮৯ সেকেন্ডের।

চলতি মাসেই নতুন রেকর্ডের সার্টিফিকেট পেয়েছেন সামিন রহমান। পেশায় তিনি একজন উদ্যোক্তা। লেখালেখি, গানের প্রতিও ঝোঁক আছে তার। স্কুলে পড়ার সময়ই বিভিন্ন ধরনের টাই বাঁধতে পারতেন সামিন।

আইইউবির পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত এই শিক্ষার্থী ২০২২ সালের আগস্টে গিনেস রেকর্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তিনি জানান, গত নভেম্বরে তার দাবির স্বপক্ষে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ প্রমাণ চায়। তখন প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজনকে আমন্ত্রণ জানান। পাশাপাশি সময় পরিমাপ ও ভিডিও ধারণের জন্য ডিভাইসও প্রস্তুত রাখেন। এরপর ভিডিও ও অন্যান্য উপাত্ত পাঠানো হলে এ বছর ফেব্রুয়ারিতে গিনেস কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে রেকর্ডের সত্যতা নিশ্চিত করে। এক মাস পরে রেকর্ডের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক সনদপত্র হাতে পান সামিন।

সামিন বলেন, ‘অনুশীলন আর সংকল্প আমাকে এগিয়ে রেখেছে।’ নিজের দক্ষতা কাজে লাগিয়ে আরও রেকর্ড করার স্বপ্ন দেখেন এই তরুণ।

ঢাকার লালমাটিয়ায় অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন সামিন রহমান। বর্তমানে তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা পশ্চিমের স্থানীয় কমিটির সভাপতি। পড়াশোনার পাশাপাশি তিনি দুটি স্টার্টআপও পরিচালনা করেন। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বেসিস ও মোবাইল অপারেটর রবির সঙ্গেও বিভিন্ন প্রকল্পে যুক্ত রয়েছেন সামিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন জিনপিং
Next post বিদেশি শ্রমিক আবেদনের কোটা অনুমোদন স্থগিত করল মালয়েশিয়া
Close