দ্রুততম সময়ে টাইয়ের ‘উইন্ডসর নট’ বেঁধে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী সামিন রহমান।
আইইউবির মার্কেটিং বিভাগের ওই শিক্ষার্থী টাই বাঁধতে সময় নিয়েছেন ১০ দশমিক ৯২ সেকেন্ড। গিনেস বুকে এর আগের রেকর্ডটি ছিল ১২ দশমিক ৮৯ সেকেন্ডের।
চলতি মাসেই নতুন রেকর্ডের সার্টিফিকেট পেয়েছেন সামিন রহমান। পেশায় তিনি একজন উদ্যোক্তা। লেখালেখি, গানের প্রতিও ঝোঁক আছে তার। স্কুলে পড়ার সময়ই বিভিন্ন ধরনের টাই বাঁধতে পারতেন সামিন।
আইইউবির পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত এই শিক্ষার্থী ২০২২ সালের আগস্টে গিনেস রেকর্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তিনি জানান, গত নভেম্বরে তার দাবির স্বপক্ষে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ প্রমাণ চায়। তখন প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজনকে আমন্ত্রণ জানান। পাশাপাশি সময় পরিমাপ ও ভিডিও ধারণের জন্য ডিভাইসও প্রস্তুত রাখেন। এরপর ভিডিও ও অন্যান্য উপাত্ত পাঠানো হলে এ বছর ফেব্রুয়ারিতে গিনেস কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে রেকর্ডের সত্যতা নিশ্চিত করে। এক মাস পরে রেকর্ডের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক সনদপত্র হাতে পান সামিন।
সামিন বলেন, ‘অনুশীলন আর সংকল্প আমাকে এগিয়ে রেখেছে।’ নিজের দক্ষতা কাজে লাগিয়ে আরও রেকর্ড করার স্বপ্ন দেখেন এই তরুণ।
ঢাকার লালমাটিয়ায় অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন সামিন রহমান। বর্তমানে তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা পশ্চিমের স্থানীয় কমিটির সভাপতি। পড়াশোনার পাশাপাশি তিনি দুটি স্টার্টআপও পরিচালনা করেন। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বেসিস ও মোবাইল অপারেটর রবির সঙ্গেও বিভিন্ন প্রকল্পে যুক্ত রয়েছেন সামিন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
