যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, তিনি ধারণা করছেন আগামী সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হতে পারে। আর এই কাজটি করতে পারে ম্যানহাটন জেলার অ্যাটর্নি কার্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন। যদিও ম্যানহাটনের অ্যাটর্নি কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। খবর বিবিসি, সিএনএন
নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল ট্রুথে একটি ব্লগে নিজের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থীকে আগামী মঙ্গলবার গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তিনি গ্রেপ্তার এড়াতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবাদ শুরু করুন, আমাদের দেশকে ছিনিয়ে নিন।’
ট্রাম্প বলেছেন, জেলার অ্যাটর্নি দপ্তর থেকে ফাঁস হওয়া ‘অবৈধ নথিতে’ তাকে গ্রেপ্তারের ইঙ্গিত পেয়েছেন। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা কেন গ্রেপ্তার করা হতে পারে সে বিষয়ে পরিষ্কার করেননি ট্রাম্প। তবে ম্যানহাটন জেলার অ্যাটর্নি দপ্তরকে ‘দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিক’ বলে আখ্যা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
খবরে বলা হয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারকালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। ড্যানিয়েলের মুখ বন্ধ রাখতে এই অর্থ দেওয়া হয়েছিল। ওই পর্নো তারকার দাবি- ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও ট্রাম্প সব সময় তা অস্বীকার করে আসছেন। চলতি বছর শুরুর দিকে ম্যানহাটন জেলা অ্যাটর্নি দপ্তর ওই মামলার কার্যক্রম শুরু করে। এমনকি সম্প্রতি ওই মামলায় ট্রাম্পকে সাক্ষ্য দেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। তবে এই মামলাতেই ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে কিনা এ বিষয়ে কোনো পক্ষই পরিষ্কার করে কিছু জানায়নি।
উল্লেখ্য, মার্কিন ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি পদ থেকে সরে গেলেও বিতর্ক তার পিছু ছাড়ছে না। এর মধ্যেই তিনি আগামী বছর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
More Stories
আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে : ব্রায়ান শিলা
জাতীয় সংসদ নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে তখন বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি...
আবার বাইডেনের কুকুরের কামড়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডারের কামড়ে সিক্রেট সার্ভিস এজেন্টে এক সদস্য আহত হয়েছেন। দুই বছর বয়সী এ জার্মান শেফার্ড...
চীনকে ঠেকাতে দুই দ্বীপকে রাষ্ট্রের মর্যাদা যুক্তরাষ্ট্রের
প্রশান্ত মহাসাগরে দ্য কুক আইল্যান্ডস ও নিউই দ্বীপকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীনকে এই...
ঘুষ কেলেঙ্কারিতে ফাঁসলেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া মার্কিন সিনেটর
এলিট ফোর্স র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নেপথ্যে আর্থিক লেনদের অভিযোগ উঠেছিল শুরু থেকেই। এবার এর সত্যতা মিলতে শুরু করেছে এক...
সংঘাতপ্রবণ শীর্ষ ৫০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ ৫০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। আর এই তালিকায় যুক্তরাষ্ট্রই একমাত্র পশ্চিমা দেশ। বিশ্বজুড়ে রাজনৈতিক সহিংসতার মাত্রা নির্ধারণ...
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন : শিখ নেতা নিজ্জার হত্যার বিষয়ে কানাডাকে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র
কানাডার ভ্যাঙ্কুভার এলাকায় শিখ নেতা হারদ্বীপ সিং হত্যার পর অটোয়াকে তথ্য সরবরাহ করেছিল আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো। পশ্চিমা মিত্র কর্মকর্তাদের মতে,...