Read Time:1 Minute, 48 Second
‘রবীন্দ্র ও সমাজ চেতনা’ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন নির্ঝর চৌধুরী।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয় শংকর হলে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন শুক্রবার (১৭ মার্চ)। সম্মেলনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী।
সম্মেলনে একমাত্র গায়ক হিসেবে সঙ্গীত পরিবেশনা করেন নির্ঝর চৌধুরী। অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বড় একটা পাওয়া যে আমি বাংলাদেশের শিল্পী হয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেমিনারে গাইতে পারছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা আমাকে যোগ্য মনে করেছেন। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে ভালো করার।’
এর আগে নির্ঝর চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও প্রথমদিনের আয়োজনে অংশ নিয়েছিলেন বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তী এবং আলোচনায় ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ডিন এবং নৃত্য বিভাগের চেয়ারম্যান পুষ্পিতা মুখার্জী।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রের আরেক ব্যাংক বাঁচাতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা
Next post ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
Close